Advertisement
২২ নভেম্বর ২০২৪
Viral

তাজ হোটেলে খেয়ে থরে থরে খুচরো দিয়ে পুরো বিল মেটালেন যুবক! কী বললেন ম্যানেজার?

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিদ্ধার্থ নামে এক যুবক। সিডিয়াসলি নামে একটি অ্যাকাউন্টে ওই ভিডিয়ো শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, ‘‘আমি তাজ হোটেলে কয়েন দিয়ে বিল মিটিয়েছি।’’

Man uses coin to pay the bill in a five star hotel\'s fine dinning restaurant

মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের রেস্তরাঁয় খুচরো কয়েনে বিল মেটালেন এক যুবক। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩২
Share: Save:

টেবিলের উপর রাখা কয়েনের স্তম্ভ গুলো দেখে চোখদু’টি বিস্ফারিত হল। তার পর তাঁর চাহনিতে স্পষ্ট ফুটে উঠল ভরপুর অবিশ্বাস। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলের কেতাদুরস্ত রেস্তরাঁর দৃশ্য। খাবারের টেবিলে বিল নিতে আসা কর্মীকে দেখে অবশ্য মনে হচ্ছিল তিনি মেরিন ড্রাইভের কোনও সস্তা মুখরোচক খাবারের ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। সমাজের উচ্চবর্গীয়দের যাতায়াত যেখানে, কেতাই যেখানে শেষ কথা, সেখানে কেউ বিল মেটাতে এমন খুচরো পয়সার পাহাড় উপুড় করতে পারে ভাবতেই পারছিলেন না তিনি!

কিছু ক্ষণ স্থায়ী হল পরিস্থিতি। যিনি খাবার কিনে বিল মেটাচ্ছিলেন তাঁর হাবভাবে কোনও পরিবর্তন নেই দেখে শেষে হাল ছাড়লেন ওই হোটেল কর্মী। মুহূর্তে সামলে নিলেন। এক একে তুলে নিলেন কয়েনের ছোট বড় মাঝারি ‘থাম’। তার পর এক চিলতে হেসে বললেন, ‘‘আমাকে এগুলো একটু গুনতে হবে।’’ তার পর এগিয়ে গেলেন টেবিল ছেড়ে। গোটা ঘটনাটিরই শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিদ্ধার্থ নামে এক যুবক। সিডিয়াসলি নামে একটি অ্যাকাউন্টে ওই ভিডিয়ো শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, ‘‘আমি তাজ হোটেলে কয়েন দিয়ে বিল মিটিয়েছি।’’

ভিডিয়োয় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সিদ্ধার্থ লিখেছেন, আমি পরীক্ষা করে দেখতে গিয়েছিলাম সত্যি এটা করা যায় কি না। আর আমার অদ্ভুত অভিজ্ঞতা হল। তাজ হোটেলের রেস্তরাঁয় তাঁকে ও ভাবে টাকা মেটাতে দেখে আশপাশের টেবিলে বসা অতিথিরা ফিসফিস করছিলেন বলেও জানিয়েছেন যুবক। তবে শেষ পর্যন্ত খুচরো পয়সায় বিল দিতে সফলই হয়েছেন বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

শেষে তিনি লিখেছেন, লেনদেনটাই আসল। তবে মাঝে মাঝে বাইরের নিয়ম নীতি আমাদের এতটাই জড়ভরত বানিয়ে দেয় যে নিজেদের স্বাভাবিক যাপনেও আমরা লজ্জা পাই। সেটা কখনওই কাম্য নয়।

অন্য বিষয়গুলি:

Viral Restaurant Bill Taj Hotel Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy