মায়ের কাছে শুয়ে রয়েছে এক সিংহশাবক। কিন্তু চঞ্চলতা যার স্বভাবে, তাকে কি বেশি ক্ষণ শান্ত করে রাখা যায়? সেখানে বসেই খেলার ফন্দি এঁটে ফেলল শাবকটি। মায়ের লেজ নিয়ে খেলা করতে শুরু করল সে। সামনের দুই পা দিয়ে লেজ ধরে তাতে আদুরে কামড় বসাচ্ছে সিংহশাবকটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাফারিউইথচার্লি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহীর লেজে কামড় বসাচ্ছে তার শাবক। সিংহীটি পিঠ উল্টে শুয়ে রয়েছে। মাঝে মাঝে শুয়ে শুয়ে হাওয়ায় লেজও দোলাচ্ছে সে। সিংহীর লেজ নিয়েই খেলতে ব্যস্ত হয়ে পড়েছে শাবকটি। নাগালের বাইরে যেতেই লাফিয়ে উঠে মায়ের লেজ আবার দু’পা দিয়ে খপ করে ধরে ফেলে শাবকটি। তার পর পা দিয়ে লেজ ধরে আবার বসে যায় সিংহশাবক।
সন্তানের খুনসুটিতে ভরপুর সায় দেয় ‘বনের রানি’। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটাগরিক আবার লিখেছেন, ‘‘শাবকটি একেবারে আদুরে ভঙ্গিতে খেলা করছে মায়ের সঙ্গে।’’