চারদিকে ভিড় করে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা। রয়েছেন সহকর্মীরাও। তার মধ্যেই নেচে তাক লাগালেন অধ্যাপক। পেলেন ‘মাইকেল জ্যাকসন’ তকমা। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে সাড়াও ফেলেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অধ্যাপক বেঙ্গালুরুর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান। সেখানকারই এক অনুষ্ঠানে কলেজ চত্বরে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজের মাঠে দাঁড়িয়ে গানের তালে তালে নেচে চলেছেন এক অধ্যাপক। মাইকেল জ্যাকসনীয় কায়দায় হাত-পা দোলাচ্ছেন। আর তাঁকে দেখে পড়ুয়া এবং সহকর্মীদের মধ্যে হইহই পড়ে গিয়েছে। হাততালি দিয়ে অধ্যাপককে উৎসাহ জোগাচ্ছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি ‘গাটালবুম’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি নেটাগরিকদের মন জয় করেছে। অধ্যাপকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমাদের সময়ও যদি এ রকম অধ্যাপক থাকতেন, তা হলে জীবনটাই অন্য রকম হত।’’