বিড়াল-কুকুরের শত্রুতা চলে আসছে বহু যুগ ধরে। এই দুই অসমজাতির যুদ্ধে সাধারণত বিড়ালেরাই হেরে যায়। কিন্তু সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে বাঘের মাসির সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে হিমশিম খেল দু’টি কুকুর। বিড়ালের থাবার ভয়ে সারমেয় দু’টি শেষে লেজ গুটিয়ে পালিয়েই গেল। সাহসী বিড়ালের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছে একটি বিড়াল। হঠাৎ দু’টি কুকুর এসে তাকে তাড়া করল। বিড়ালটিকে দু’দিক থেকে ঘিরে ধরল সারমেয় দু’টি। কিন্তু বিড়ালটিও ভয় পাওয়ার পাত্রী নয়। বাঘের মাসির তকমার যোগ্য মান রাখতে হবে তাকে। নরম থাবার আড়ালে লুকোনো তীক্ষ্ণ নখ আর দাঁত বার করে কুকুর দু’টির দিকে তেড়ে গেল বিড়ালটি। এক বার সামনে তো এক বার পিছনে, দু’টি কুকুরকেই নাকে দড়ি দিয়ে ঘোরাল মার্জারটি। মাঝেমাঝে লাফিয়ে উঠে কুকুর দু’টির মুখে এবং মাথায় চড়ও বসাল ‘হিংস্র’ বিড়ালটি। একটি কুকুর সুযোগ বুঝে বিড়ালটিকে রাস্তার ধারে উল্টে ফেলে দিয়ে কামড়াতে গেল, কিন্তু বিড়ালের গতির সামনে তার পরিকল্পনা সফল হল না। বিড়ালটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কুকুরটিকে একটা চড় বসাল। বেগতিক বুঝে কুকুর দু’টি শেষে রণে ভঙ্গ দিল। যুদ্ধের ময়দান ছেড়ে কান আর লেজ নিচু করে ছুটে পালিয়ে গেল তারা। বিড়ালটি যু্দ্ধজয়ের অহঙ্কারে লোম খাড়া করে, ফোলা লেজটি সটান আকাশপানে তুলে দাঁড়িয়ে তার শত্রুদের চলে যাওয়া দেখল। বিড়াল এবং কুকুরের যুদ্ধের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘পঙ্কজ_মিউজ়িক_ইউকে১৫’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিকে নিজেদের প্রোফাইলে শেয়ার করেছেন। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা বিড়ালটির সাহসের প্রশংসা করেছেন।