মুখের সামনে থেকে ফস্কে গেল খাবার। পেটে খিদে থাকলে এমন মুহূর্তে বিরক্তি আসা স্বাভাবিক। তবে এক কুমিরকে দেখা গেল বিরক্তির ধাক্কা সামলাতে না পেরে বাচ্চাদের মতো রাগ দেখাতে।
বন্য জীবনের বহু ভিডিয়োই সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিয়োটি তেমনই একটি। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। তিনি প্রায়ই এই ধরনের ভিডিয়ো তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি কুমির এবং একটি জেব্রাকে।
জেব্রাটিকে দেখা যাচ্ছে নদীর জলে গা ভিজিয়ে ধীর পায়ে জল কাটিয়ে পাড়ে উঠতে। ঠিক যে মুহূর্তে ডাঙায় উঠে দু’পা এগিয়েছে সে, তখনই ছুটে এসে তার পা লক্ষ করে লাফাতে দেখা যায় এক কুমিরকে। কিন্তু নাগাল না পাওয়ায় ব্যর্থ হয়ে তার রাগ দেখে কে! বাকিটা অবশ্য ভিডিয়োতেই দেখতে হবে।
I have never seen a frustrated croc before 😂 pic.twitter.com/qmiNc1Q8jg
— Funny Animals (@Funnywows) April 30, 2023