Advertisement
২০ জানুয়ারি ২০২৫
viral video of police

বাস্তবের ‘ধুম’! বাইক নিয়ে চার কিমি তাড়া করে চোর ধরল পুলিশ, ভিডিয়ো দেখে বাহবা সমাজমাধ্যমের

সম্পূর্ণ ফিল্মি কায়দায় যে ভাবে এতটা পথ উজিয়ে কনস্টেবল অপরাধীদের হাতেনাতে ধরেছেন, তা দেখে মুগ্ধ সমাজমাধ্যম।

Constable of Delhi Police chased three snatchers and caught them

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৪:০৬
Share: Save:

চার কিমি ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধরলেন দিল্লি পুলিশের এক কনস্টেবল। ফোন ছিনতাই করে অটো ধরে পালাচ্ছিল চোর, সেই অটোর পিছনে বাইক নিয়ে তাড়া করে পাকড়াও করলেন যশপাল নামের ওই কনস্টেবল। ১৫ অক্টোবরের সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সম্পূর্ণ ফিল্মি কায়দায় যেভাবে এতটা পথ উজিয়ে তিনি অপরাধীদের হাতেনাতে ধরেছেন, তা দেখে মুগ্ধ সমাজমাধ্যম। ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশ করা হয়েছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর অনেকেই কনস্টেবলের প্রশংসা করেছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কনস্টেবলের সেই কীর্তি এখন খবরের শিরোনামে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যসূত্রে খবর, ১৫ অক্টোবর দিল্লির শাহদারা থানায় মোবাইল ছিনতাইয়ের একটি অভিযোগ আসে। ফোন করে এক মহিলা জানান স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় একটি ছেলে তাঁর কাছে এসে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। শুধু তা-ই নয়, ওই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা। এর পর তারা ঘটনাস্থল থেকে একটি অটোরিকশয় করে পালিয়ে যায়। কাকতালীয় ভাবে ঠিক সেই সময়ই সেখানে উপস্থিত ছিলেন যশপাল। তিনি দ্রুত বাইকে নিয়ে পিছু নেন অটোটির। সরু রাস্তায় যানজট থাকা সত্ত্বেও কনস্টেবল যশপাল প্রায় চার কিলোমিটার অটোটিকে ধাওয়া করে অটোচালককে ধরে ফেলেন। এই ঘটনাটিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে সরু রাস্তায় দ্রুত গতিতে চলছে অটোটি। রাজুকে জিজ্ঞাসাবাদের পর তার দুই সহযোগী সুরজ ও মহসিনকেও আটক করা হয়।

অন্য বিষয়গুলি:

Theft mobile Bike Snatching Auto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy