জলাশয় থেকে ডাঙায় উঠে পড়েছিল একটি অ্যালিগেটর। এ দিক-সে দিক ঘুরে আবার জলাশয়ে ফিরতে চাইছে সে। কিন্তু জলাশয়ের চারদিক বেড়া দিয়ে ঘেরা। সে যাবে কী করে? তাই ছোট্ট ছোট্ট পা দিয়ে বেড়া টপকানোর সিদ্ধান্ত নিল সে। বেড়া টপকাতে গিয়ে মুখ থুবড়ে পড়েও গেল অ্যালিগেটরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয় থেকে জনবসতিতে ঘোরাঘুরি করছে একটি অ্যালিগেটর। ভ্রমণ সেরে আবার জলাশয়ের দিকে হেঁটে যাচ্ছিল সে। কিন্তু জলাশয়ের চারদিকে বেড়া দিয়ে ঘেরা রয়েছে। যাতায়াতের কোনও রাস্তা নেই দেখে সেই বেড়াটি টপকে যাওয়ার সিদ্ধান্ত নিল অ্যালিগেটরটি।
পা দিয়ে বেড়া ধরে উপরে ওঠার চেষ্টা করছিল সে। কিন্তু কোনও ভাবেই নাগাল পাচ্ছিল না। তার পর কোনও মতে বেড়ার উপর মাথা উঠিয়ে দাঁড়িয়ে পড়ল অ্যালিগেটরটি। বেড়ার অন্য পারে নামার জন্য মাথাটি নামিয়ে ফেলল সে। কিন্তু টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল মাটিতে। তবে বেড়া টপকে ফেলার আনন্দে গুটি গুটি পায়ে জলাশয়ের দিকে চলে গেল অ্যালিগেটরটি।