রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল গাড়ি। হঠাৎ মাটিতে ঢুকে গেল রাস্তার একাংশ। ‘পাতাল-প্রবেশ’ হল গাড়িটিরও। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। সমাজমাধ্যমের পোস্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১২-তে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার মাঝখানে বিশাল গর্ত। সেই গর্তে প্রায় ঢুকে গিয়েছে একটি নীল রঙের গাড়ি। গাড়িটির পিছনের সামান্য অংশ গর্ত থেকে বেরিয়ে আছে। দেখে মনে হবে, গাড়িটি যেন পাতালের দিকে যাত্রা করছে। সেই দৃশ্য দেখতে রাস্তার উপর ভিড় জমে গিয়েছে। গাড়ি থামিয়ে সেই দৃশ্য দেখছেন অনেকে। কেউ কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
গত ২৪ ফেব্রুয়ারি ‘মানু’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ঘটনাটি দ্বারকার সেক্টর ১২-এ ঘটেছে। পোস্টে এ-ও দাবি করা হয়েছে, রাস্তাটির দেখভালের দায়িত্ব দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ)-র। এই নিয়ে ডিডিএ-কে একহাত নেওয়া হয়েছে ওই পোস্টে। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।