দু’টিই সরীসৃপ। একটি চতুষ্পদ ও আর একটি পা-বিহীন। দুই সরীসৃপ মুখোমুখি হতেই বেধে গেল বিষম যুদ্ধ। দু’পক্ষই নাছোড়বান্দা। একে অপরের শরীরে বসিয়েছে মরণকামড়। কেউই চোয়ালের কামড় আলগা করতে রাজি নয়। দুই যুযুধানের সেই ভিডিয়োর দেখা মিলল সমাজমাধ্যমে। একটি কালো সাপ ও একটি গোসাপ। সাপের শরীরে কামড় দিয়েছে গোসাপটি। সাপও ছাড়ার পাত্র নয়, সেও পাল্টা আক্রমণ হেনেছে শত্রুকে। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি মাঠের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হয়েছে দুটি প্রাণী। ভিডিয়োটি মাত্র কয়েক সেকেন্ডের। ভিডিয়ো কোথায় ও কবে তোলা হয়েছে তা সুস্পষ্ট নয়। ভিডিয়োর শুরুতে দেখা যায় গোসাপটিকে একটি কালো কুচকুচে সাপের মাথার একটু নীচের অংশ কামড়ে ধরে রেখেছে। সাপটিকে দেখে মনে হয়েছে এটি একটি কালো ক্রেট। গোসাপ সাপটির গলা চেপে ধরলেও হাল ছাড়তে রাজি নয় ক্রেটটি। সেও গোসাপের খুলিতে কামড় বসিয়ে দেয়। সাপের হাঁ ছোট হওয়ায় গোসাপের মাথাটি কব্জা করতে পারছিল না সেটি।
বার বার গোসাপের মাথাটি কামড়ানোর চেষ্টা করে চলেছিল সেটি। সাপের কামড় খেয়েও চোয়ালটি ফাঁক করে কামড় আলগা করেনি গোসাপটি। গোসাপকে ভালমতো আক্রমণ করতে না পেরে সারা শরীর বাঁকিয়ে চুরিয়ে মাটিতে আছড়াচ্ছিল সাপটি। তবে এই যুদ্ধে কে শেষ পর্যন্ত জিতল তা ভিডিয়োয় দেখা যায়নি। ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে।