রাস্তার মাঝখানে ছিল একটি খোলা ম্যানহোল। সেই রাস্তা দিয়ে বাইক চালাতে গিয়ে ‘পাতালে’ প্রবেশ করলেন এক ব্যক্তি। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি মর্মান্তিক ভিডিয়ো প্রকাশিত হয়েছে যেখানে দেখা গিয়েছে যে, এক জন বাইক আরোহী ব্যস্ত রাস্তায় বাইক চালানোর সময় একটি খোলা ম্যানহোলে পড়ে যাচ্ছেন। তাঁর বাইকটি সেই ম্যানহোলের মধ্যে সম্পূর্ণ ঢুকে যায়। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য এই ভিডিয়োয় স্পষ্ট নয়। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার মাঝখানে একটি খোলা ম্যানহোল রয়েছে। বাইকের ঠিক আগে একটি চারচাকা গাড়ি সেই গর্ত বাঁচিয়ে এগিয়ে যায়। গাড়িটি সামনে থাকায় গর্তটি খেয়াল করেননি বাইক আরোহী। ফলে তিনি বাইক-সহ সরাসরি গর্তে পড়ে যান। বাইকটি গর্তের ভিতর অদৃশ্য হয়ে যায়। আরোহী কোনওরকমে রাস্তাটি আঁকড়ে ধরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন।
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। রাস্তার এমন বেহাল দশার জন্য প্রশাসনকে দায়ী করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘কী লজ্জার! এটি যে শহরই হোক না কেন, প্রশাসকদের কাছে জবাব চাওয়া এবং তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কর দেওয়ার পর এই অবস্থা। আমাদের করের টাকা কোথায় যাচ্ছে জানি না?’’ ভিডিয়োটি পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই ৭০ হাজার বার দেখা হয়েছে এক্সে।