বন্যপ্রাণীদের মেজাজ কখন আচমকা বদলে যায় তা বোঝা দায়। মানুষের সঙ্গে খেলা বা আদর করতে করতে হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। সমাজমাধ্যমে এই ধরনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে বার বার। সে সব ভিডিয়োয় দেখা গিয়েছে, আচমকা ঝাঁপিয়ে পড়ে তারা ক্ষত বিক্ষত করেছে মানুষকে। সেই একই ধরনের ভিডিয়ো দেখা গেল ইনস্টাগ্রামে। একটি বিশাল ভালুক হঠাৎ করেই আক্রমণ করে বসল পাশে দাঁড়ানো এক তরুণকে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচায় ঘেরা একটি চত্বরে একটি ভালুক হেঁটে এসে নীল রঙের জামা পরা এক তরুণের পাশে বসে পড়ে। এ পর্যন্ত সব ঠিকঠিকই চলছিল। হঠাৎই দু’পায়ে দাঁড়িয়ে ডাক ছেড়ে তরুণের দিকে ঘুরে তাঁর মুখ কামড়ে ধরে। ওই অবস্থায় তরুণকে মাটিতে ফেলে দিয়ে কামড়াতে থাকে ভালুকটি। আশপাশে থাকা কয়েক জন ছুটে আসেন তরুণকে উদ্ধার করার জন্য। এক ব্যক্তি লাঠি নিয়ে প্রহার করতে শুরু করেন ভালুকটিকে। তাতে কোনও ফল হয়নি। তরুণকে কামড়ে ধরে মাটিতে ফেলে ওলটপালট করতে থাকে ভালুকটি। লাঠি ফেলে দিয়ে সেই ব্যক্তি তরুণকে ভালুকের কবল থেকে টেনে আনার চেষ্টা করেন। ভালুকটি তখন দু’জনকেই মাটিতে আছাড় মারতে থাকে। এর পর অন্য দু’জনকে দেখা যায় একটি যন্ত্র থেকে তরল স্প্রে করে ভালুকের মুখে ছড়িয়ে দিতে। সেই কৌশলে কাজ হয়। ভালুকটি তরুণকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
‘ওহ্ ক্রেজ়ি শিট’ নামের এক্স হ্যান্ডল থেকে ২৪ মার্চ পোস্ট হওয়া এই ভিডিয়োটি ১০ লক্ষ মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকরা। শান্ত অবস্থায় এসেও প্রাণীটি হঠাৎ করে কেন এমন হিংস্র আচরণ করে বসল, তার কারণও জানতে চেয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।