বেশ কয়েক বছর ধরে এক অদ্ভুত কৌশলে বিনামূল্যে ট্রেনে যাতায়াত করেছেন ইংল্যান্ডের এক তরুণ। ২০২৩ সালে প্রতিটি যাত্রার জন্য তিনি সম্পূর্ণ টাকা ফেরত পেয়েছেন এবং মাত্র তিন বছরে ১.০৬ লক্ষ টাকারও বেশি সাশ্রয় করেছেন। ব্রিটেনের বাসিন্দা এড ওয়াইজ অদ্ভুত এক কৌশলে একটি টাকাও খরচ না করে ট্রেন সফর করেছেন। তাঁর এই চাতুরি সম্পর্কে জানতে পারলেও রেল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেননি। কারণ রেলের নিয়মই বাঁচিয়ে দিয়েছে তরুণকে। বেশ কয়েক বছর ধরে তিনি এই কাণ্ড ঘটাতে শুরু করলেও সম্প্রতি সংবাদমাধ্যমে এই ঘটনাটি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:
ট্রেনের টিকিট বুকিংয়ে দেরি এবং টাকা ফেরতের কৌশলকে কাজে লাগিয়ে এড দীর্ঘ দিন ভাড়া ফাঁকি দিয়ে ট্রেনে চড়তেন। ব্রিটিশ রেলের নিয়ম অনুসারে, যাত্রীরা ১৫ মিনিট দেরির জন্য ২৫ শতাংশ, ৩০ মিনিট বিলম্বের জন্য শতাংশ এবং কোনও ট্রেন এক ঘন্টার বেশি দেরি করলে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এড এই সুযোগের সদ্ব্যবহার করেছিলেন। কারণ ইউরোপের মধ্যে ইংল্যান্ডে ট্রেনের টিকিটের দাম সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
আরও পড়ুন:
ধর্মঘট, রক্ষণাবেক্ষণ এবং খারাপ আবহাওয়ার জন্য যে সব ট্রেন সবচেয়ে দেরি হয় এবং সর্বাধিক অর্থ ফেরত পাওয়া যায় বেছে বেছে সেই সমস্ত ট্রেনে টিকিট কাটতেন এড। সংবাদমাধ্যমে প্রকাশ, এড সেই সব ট্রেনেরই টিকিট বুক করতেন যেগুলি নানা কারণে নির্ধারিত সময়ের বদলে অনেকটাই দেরি করে চলাচল করে। নিয়ম অনুযায়ী ট্রেন দেরি করলে টিকিটের দাম ফেরত দিতে বাধ্য রেল কর্তৃপক্ষ। তাই তিনি সমস্ত টাকা তিনি ফেরত পেয়ে যেতেন।