রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতেই আচমকা মাটিতে লুটিয়ে পড়তেন এক তরুণ। উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার ঘটনা। রবিবার সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ করেই হৃদ্রোগে আক্রান্ত হয় মারা যান ওই যুবক বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৮ বছর বয়সি অমিত চৌধরি নামে পরিচিত ওই ব্যক্তি মদনপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় রাষ্ট্রীয় লোক দলের সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মর্মান্তিক এই ঘটনাটি। সমাজমাধ্যমে প্রকাশিত হতেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি।(যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন অমিত। তাঁর পরনে ট্র্যাক স্যুট জাতীয় পোশাক। তিনি সম্ভবত ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। এক জন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কথা বলেন ও কাঁধে হাত বুলিয়ে চলে যান। লোকটি চলে যাওয়ার পর রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাঁটার জন্য অন্যদিকে ঘুরতে গিয়েই অসুস্থ বোধ করেন তিনি। বাড়ির বিপরীতে একটি দেয়ালের উপর ভর দেওয়ার চেষ্টা করার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন অমিত। পর মুহূর্তেই রাস্তায় পড়ে মারা যান তিনি। পড়ে যাওয়ার পর এক জনকে দিকে ছুটে আসতে দেখা গিয়েছে। পরে আরও কয়েক জন তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। সংবাদমাধ্যমে মৃত্যুর কারণ হৃদ্রোগ বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটির ভিডিয়ো ২৪ মার্চ ‘সিরাজ নুরানি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে বলা হয়েছে ‘‘২০ সেকেন্ড আগেও যাঁকে সুস্থ বলে মনে হয়েছে তিনি হঠাৎ করেই মারা গেলেন। কম বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। কখনও জিম করতে গিয়ে, কখনও নাচতে গিয়ে, কখনও আবার কথা বলতে বলতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তরুণ-তরুণীদের।