রোদ ঝলমলে সকালবেলা। মনের সুখে রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে এগিয়ে আসছেন এক তরুণ। রাস্তার ডান পাশে দাঁড়িয়ে রয়েছে একটি চারচাকা গাড়ি। বাঁ দিক দিয়ে এগিয়ে আসছে একটি লাল রঙের ট্রাক। সব ঠিকঠাকই চলছিল, মুশকিল হল ডান পাশে দাঁড়িয়ে থাকা সেই চারচাকা গাড়ির দরজা খুলতেই। সজোরে খোলা গাড়ির দরজাটি এসে লাগল তরুণের স্কুটারে। ধাক্কা লাগতেই তরুণ ছিটকে গিয়ে পড়লেন লাল ট্রাকটির নীচে। কিন্তু তরুণের ‘রাশি’ ছিল তুঙ্গে। ট্রাকের নীচ থেকে দিব্যি বেরিয়ে এলেন তিনি। দেখে মনে হল শরীরের কোথাও বিশেষ কোনও আঘাতও লাগেনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের আলোয় ব্যস্ত রাস্তা ধরে স্কুটার নিয়ে এগিয়ে আসছেন এক জন তরুণ। পাশ দিয়েই চলে যাচ্ছে আরও নানান গাড়ি। স্কুটারের প্রায় পাশে পাশেই এগিয়ে আসছে একটি লাল রঙের ট্রাক। রাস্তার ডান পাশে দাঁড় করানো রয়েছে একটি চারচাকা। তরুণ ট্রাকটিকে ছাড়িয়ে এগিয়ে আসার জন্য স্কুটারটিকে আগের তুলনায় দ্রুত গতিতে ছোটানো শুরু করলেন। চারচাকা ও ট্রাকের মাঝের ফাঁকা রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসার ফন্দি আঁটলেন তিনি। কিন্তু তাঁর সেই ফন্দিতে বাদ সাধল চারচাকার চালকের আসনে বসে থাকা তরুণী। তরুণী হঠাৎই গাড়ি থেকে বেরোনোর জন্য চালকের আসনের দিকের দরজাটা খুললেন। আর সেই দরজার বাড়ি খেয়ে তরুণ স্কুটার নিয়ে ধরণীর বুকে লুটিয়ে পড়লেন। স্কুটার স্কুটারের জায়গাতেই রয়ে গেল কিন্তু তরুণ ছিটকে গিয়ে পড়লেন লাল ট্রাকটির নীচে। গাড়ির ভিতর থেকে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এসে তরুণী ভয়ার্ত চোখে ট্রাকের নীচে উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলেন। কিন্তু স্কুটারটি তরুণীর গাড়ির দরজা আটকে এমন ভাবে পড়েছে যে তিনি চেয়েও আর এগিয়ে যেতে পারলেন না। ট্রাকটিও দাঁড়িয়ে গেল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তরুণ সেই ট্রাকের তলা থেকে নিজে নিজেই বেরিয়ে এলেন। তাঁর হাত-পায়ে কোথাও কোনও ক্ষতের দাগও নজরে আসল না। ‘কই মাছের প্রাণ’ধারী সেই তরুণের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘পৌলিনহোটার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ইতিমধ্যে প্রায় দু’লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নেটাগরিকেরা তরুণীর প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁদের মতে, গাড়ির দরজা খোলার আগে তরুণীর এক বার আশপাশ দেখে নেওয়া উচিত ছিল। তা হলে এই ঘটনাটি আর ঘটত না। তরুণ এখন কেমন আছেন সেই বিষয়ে ভিডিয়োটি থেকে কিছু জানতে পারা যায়নি।