সমালোচনায় বিদ্ধ ঋষভ পন্থ। ব্যাট হাতে রান পাচ্ছেন না লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। ব্যাটিং অর্ডারে নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন। উইকেটের পিছনে দস্তানা হাতেও আশাহত করছেন। এখনও পর্যন্ত তিনটি ক্যাচ ফেলেছেন উইকেটরক্ষক পন্থ। স্টাম্পড আউটের একটি সহজ সুযোগও নষ্ট করেছেন। দিল্লি ক্যাপিটালসের কাছে ঘরের মাঠে লখনউ হারতেই পন্থের সমালোচনায় সরব হয়েছেন চেতেশ্বর পুজারা।
দিল্লির বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নামেন ফর্মে না থাকা পন্থ। দু’টি বল খেলে শূন্য রান করেন। যে সময় দলের রান তোলার গতি বৃদ্ধির প্রয়োজন ছিল, সে সময় সামনে এগিয়ে এসে দায়িত্ব নেননি লখনউ অধিনায়ক। পন্থের এই মানসিকতার সমালোচনা করে পুজারা বলেছেন, ‘‘বুঝতে পারলাম না কী ভাবনা-চিন্তা নিয়ে খেলল। কোনও সন্দেহ নেই পন্থের নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনা উচিত ছিল। মহেন্দ্র সিংহ ধোনি যা করে, ও সেটা করার চেষ্টা করছে। অথচ ধোনির ধারে কাছেও আসে না পন্থ।’’ এখানেই থামেননি পুজারা। তিনি আরও বলেছেন, ‘‘পন্থ ফিনিশার নয়। ফিনিশারের কাজ ওর পক্ষে করা সম্ভব নয়। ওর উচিত মাঝের ওভারগুলোয় ব্যাট করা। ষষ্ঠ থেকে ১৫তম ওভারের সময় ক্রিজ়ে থাকা উচিত।’’
আরও পড়ুন:
ডিসিশন রেফারেল সিস্টেম বা ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও পন্থের দুর্বলতার কথা বলেছেন দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। পুজারা বলেছেন, ‘‘টেস্ট খেলার সময় পন্থের সঙ্গে অনেক বার কথা বলেছি। বল কোন দিকে যাচ্ছে ও বুঝতেই পারে না। উইকেটরক্ষক হিসাবে ওর অবশ্যই বোঝা উচিত। অথচ সেটা না করে আমার ঘায়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করত!’’ পুজারার মতে ডিআরএসের ক্ষেত্রে উইকেটরক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়কেরা উইকেটরক্ষকদের মতামতের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন।