লখনউ ম্যাচে তিলক বর্মাকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করার পর অনেক বিতর্ক হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। আসরে নামতে হয়েছে কোচ মাহেলা জয়বর্ধনেকেও। সেই ঘটনার পর অধিনায়ক হার্দিক পাণ্ড্যের সঙ্গে তিলকের সম্পর্ক খারাপ হয়েছিল বলে মনে করা হচ্ছে। সত্যিই কি তাই? এ বার মুখ খুললেন তিলক নিজেই।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে তিলক জানিয়েছেন, ওই ঘটনার প্রভাব তাঁদের সম্পর্কে পড়েনি। বলেছেন, “আমার সঙ্গে হার্দিকের সম্পর্ক খুবই ভাল। দেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল হার্দিকের অধিনায়ক। ওর থেকেই টুপি পেয়েছিলাম। গত বছরও আমরা একসঙ্গে খেলেছি।”
তিলকের সংযোজন, “হার্দিক সব সময় সতীর্থদের পাশে থাকে। কিছু ভুল হলে সরাসরি এসে আমাদের বলে। আমার সম্পর্ক খুবই ভাল। আশা করি বাকি মরসুমে ভালই খেলতে পারব।”
লখনউ ম্যাচে রান তাড়া করার সময় ব্যাটে-বলে হচ্ছিল না তিলকের। তাই রান রেট বাড়াতে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করে তুলে নেওয়া হয়। তাই নিয়ে হার্দিকের যুক্তি ছিল, ‘‘জেতার জন্য আমাদের তখন চার-ছয় দরকার ছিল। কিন্তু তিলকের ব্যাটে-বলে হচ্ছিল না ঠিক মতো। ক্রিকেটে এমন এক একটা দিন আসে, যখন কিছুই ঠিকঠাক হয় না। সে জন্যই আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ হার্দিকের এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ মুম্বই অধিনায়কেরও ব্যাটে-বলে হয়নি গুরুত্বপূর্ণ শেষ ওভারে।
আরও পড়ুন:
মুম্বইয়ের ইনিংয়ের ১৮.৫ ওভারের পর মাঠ ছাড়েন তিলক। যাকে কৌশলগত সিদ্ধান্ত বলেছিলেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেছিলেন, ‘‘তৃতীয় উইকেট হারানোর পর তিলক বেশ ভালই ব্যাট করছিল। সূর্যকুমার যাদবের সঙ্গে ভাল জুটি তৈরি করেছিল। তবে তিলক চেষ্টা করলেও বড় শট নিতে পারছিল না। যদিও মনে হয়েছিল উইকেটে থিতু হয়ে যাওয়ায় তিলক বড় শট নিতে পারবে। আমরাও অপেক্ষায় ছিলাম। কিন্তু একটা সময় আমাদের মনে হয় নতুন কাউকে নামানো দরকার। কারণ তিলক চেষ্টা করেও পারছিল না। সময়ও কমে আসছিল। জানি এ ভাবে কাউকে আউট করাটা ভাল দেখায় না। তবু কৌশলগত কারণে সিদ্ধান্তটা নিতে হয়েছিল আমাদের।’’ তিনি আরও বলেছিলেন, ‘‘এটা সম্পূর্ণ কৌশলগত বিষয়। এর মধ্যে অন্য কিছু খোঁজার চেষ্টা করবেন না। আমরা শুধু এক জনকে পরিবর্তন করেছি। পরিস্থিতির স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে আর কিছু নেই।’’
এ দিকে, হার্দিকের মতোই তিলকের সঙ্গে আর এক ক্রিকেটারেরও ভাল সম্পর্ক রয়েছে। তিনি সূর্যকুমার যাদব। তিলকের কথায়, “ভারতীয় দল হোক বা মুম্বই, সব সময় একটা ভাল পরিবেশ তৈরি করে রাখে সূর্য ভাই। উইকেটের মাঝে দৌড়নোর সময় আমাদের বোঝাপড়া খুব ভাল। অনেক সময় একে অপরকে ইঙ্গিত দেওয়ারও প্রয়োজন পড়ে না। মাঠের বাইরের রসায়ন মাঠের ভিতরেও সাহায্য করে।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১৪
৩৬৯ দিন পর ‘শাপমুক্তি’ হার্দিকের! ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে প্লে-অফে মুম্বই, বিদায় দিল্লির -
২১:২৪
মন্থর উইকেটে ঝোড়ো ইনিংস সূর্যের, মরণ-বাঁচন ম্যাচে দিল্লির সামনে ১৮১ রানের লক্ষ্য দিল মুম্বই -
২০:৩৫
আইপিএলের মাঝেই ৩০ লাখের দিগ্বেশের লোকসান ১০ লাখ! কী করে এত টাকা খোয়ালেন লখনউয়ের স্পিনার -
২০:০০
৫ রানে আউট! নিজের স্ট্যান্ডে ছক্কা মারা হল না রোহিতের, রাখতে পারলেন না রবি শাস্ত্রীর আবদার -
১৮:২৩
দ্রাবিড়ের দলে সাফল্য-ব্যর্থতার দুই মুখ, বৈভবের রেকর্ডের পাশে লজ্জার নজির পেসার ফারুকির!