বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে এক যুগ। দ্বিতীয় বার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন স্বামী। সেই কথা শুনে স্বামীর বাড়িতে ফিরে এলেন প্রাক্তন স্ত্রী। বিয়ের ঠিক আগে এই ঝামেলা এড়াতে স্বামী শরণাপন্ন হলেন আদালতের। স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে ২০১৩ সালে। কিন্তু হঠাৎই প্রাক্তন দাম্পত্যসঙ্গীর অপ্রত্যাশিত প্রত্যাবর্তনের ফলে তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন বলে খবর। আদালতের কাছে প্রাক্তন স্ত্রীকে ফেরত পাঠানোর আবেদন করেন স্বামী। ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে এক ব্যক্তি জানান, ২০০৮ সালে তিনি বিয়ে করেছিলেন এবং ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ ঘটে। গত ৩ মার্চ, প্রাক্তন স্ত্রীর ভাই এবং পরিবারের অন্য সদস্যেরা হঠাৎ তাঁর প্রাক্তন স্ত্রীকে জোর করে বাড়িতে রেখে চলে যান। বছরের পর বছর ধরে তার সঙ্গে কোনও যোগাযোগ না থাকা সত্ত্বেও প্রাক্তন স্ত্রী এখন তাঁর বাড়িতেই রয়েছেন। এর উত্তরে বিচারক প্রশ্ন তোলেন ‘‘এতে আদালতের কী করণীয়?’’ পরে ওই ব্যক্তি জানান, তিনি সম্প্রতি আবার বিয়ে করতে চলেছেন, এই অবস্থায় প্রাক্তন স্ত্রীর এভাবে তাঁর বাড়িতে চলে আসায় নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তিনি। থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন স্বামী। তাই আদালতের কাছে তিনি এই সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন:
সমস্যা অনুধাবন করে আদালত সহানুভূতি প্রকাশ করে, বিচারক ওই ব্যক্তির স্ত্রীকে বাড়ি থেকে অপসারণের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘আপনি এফআইআর দায়ের করেছেন, এখন তার তদন্ত হবে।’’ এই কথা শুনে অভিযোগকারী জানান, পুলিশ কোনও রকম তদন্ত করতে আসেনি। এখন তাঁকে প্রাক্তন স্ত্রীকে রান্না করে খাওয়াতে হচ্ছে বলে জানান ওই ব্যক্তি। সওয়াল-জবাবের পর আদালত অভিযুক্তকে প্রাক্তন স্বামীর বাড়িতে থাকা নিয়ে কারণ দর্শাতে বলেছে। আদালত তাঁর কাছে জানতে চেয়েছে কোন আইনি বলে তিনি প্রাক্তন স্বামীর বাড়িতে এসে উঠেছেন।