বেড়াতে গেলে কেউ থাকেন হোটেলে, কেউ আবার বেছে নেন হোমস্টে। যাত্রীদের সুবিধার্থে আবার জাতীয় বা রাজ্য সড়কের পাশে মোটেলেও থাকার সুযোগ মেলে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে রাত্রিবাসের জন্য বেছে নেওয়া যায় এর মধ্যে যে কোনও একটি। হোটেল, মোটেল এবং হোম স্টে-র তফাত কোথায়?
১। থাকা, খাওয়া শুধু নয়, অতিথিদের আরাম, বিলাসিতার প্রয়োজনীয় পরিবেশ— সবটাই মেলে হোটেলে। হোটেলের মান, পরিষেবার উপর ভিত্তি করে বিভিন্ন তালিকায় সেগুলিকে ফেলা যায়। আধুনিক মানের হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের খাবার, সুইমিং পুলে স্নানের সুযোগ, স্পা— এমন হরেক পরিষেবাই মেলে।
মোটেল হল মোটর বা গাড়ি রেখে থাকার জায়গা। এটিও হোটেলের মতো, তবে তুলনামূলক ভাবে সস্তা। ভারতীয় পর্যটন মন্ত্রকের দেওয়া মোটেল সংক্রান্ত সংজ্ঞা থেকে জানা যায়, মূলত গাড়ি নিয়ে যাঁরা যাতায়াত করছেন তাঁদের রাত্রিবাস এবং বিশ্রামের জন্যই এই জায়গা তৈরি করা হয়েছে। বাধ্যতামূলক ভাবে মোটেল হতে হবে জাতীয় এবং রাজ্য সড়ক বা অথবা কোনও বড় রাজপথের ধারে। হোটেল এবং মোটেলের বড় তফাত হল, হোটেল শহরের ভিতরে, শহর থেকে দূরেও থাকতে পারে। তবে মোটেল কোনও বড় সড়কের ধারেই থাকবে।
হোটেল, মোটেল ছাড়াও রয়েছে হোমস্টে। মূলত কোনও একটি জায়গায় ঘরোয়া পরিবেশে, স্থানীয় কোনও পরিবারের আতিথেয়তায় তাঁদের সঙ্গে থাকার সুযোগ মেলে হোমস্টে-তে। গ্রামীণ পর্যটন এবং আর্থ-সামাজিক বিকাশের উদ্দেশ্যেই ভারতীয় পর্যটন মন্ত্রক হোমস্টে-র উপরে জোর দিচ্ছে। তাদের পোর্টালে বলা হয়েছে, শুধুমাত্র স্থানীয় মানুষদের সঙ্গে সময় কাটানো নয়, পর্যটকেরা যাতে সেই অঞ্চলের সংস্কৃতি বা জনজীবনকে আরও ভাল ভাবে চিনতে, জানতে পারেন, সেই সুযোগ থাকে এখানে।
আরও পড়ুন:
২। তফাত রয়েছে পরিষেবাতেও। হোটেলে শুধু ভাল খাবার বা ঘর পাওয়া যায়, তা নয়। বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ, জিম, স্পা ব্যবহারের সুযোগ থাকে বিভিন্ন হোটেলে। এই সব সুযোগ মোটেলে মেলে না। মোটেলে সাধারণত একটি রাত বা কয়েকটি ঘণ্টা বিশ্রামের জন্য অতিথিরা থাকেন। লম্বা পথযাত্রায় ক্লান্ত অতিথিরা রাস্তার পাশেই থাকার জন্য মোটেল বেছে নিতে পারেন। যাতে পরের দিন ঘুম থেকে উঠেই বা কিছু ক্ষণ বিশ্রাম নিয়েই রওনা দেওয়া যায়। পরিষেবাও এখানে সীমাবদ্ধ। অন্য দিকে, ‘হোমস্টে’ শব্দবন্ধেই রয়েছে ঘরোয়া পরিবেশের ইঙ্গিত। কোনও একটি এলাকায় স্থানীয় লোকজন তাঁদের বাড়ির কয়েকটি ঘর অতিথিদের থাকার জন্য ছেড়ে দেন। আপ্যায়নের ব্যবস্থাও তাঁরাই করেন।
৩। হোটেল অনুযায়ী তার খরচ ধার্য হয়। তবে মোটেল তৈরি হয়েছে, অপেক্ষাকৃত কম খরচে বিশ্রাম বা রাত্রিবাসের জন্য। হোমস্টে-র খরচ নির্ভর করে পরিকাঠামো এবং পরিষেবার উপর।