বিমান পথে যাওয়া যাবে শিমলা। ছবি: সংগৃহীত
কোভিডের ধাক্কায় থমকে গিয়েছিল বিমান পরিষেবা। প্রায় দু’বছর বন্ধ থাকার পর ফের বিমান নামতে চলেছে শিমলা বিমানবন্দরে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে দিল্লি-শিমলা রুটে বিমান চালাবে একটি বিমানসংস্থা।
হিমাচল প্রদেশের মুখ্যসচিব আর ডি ধীমান জানান, সম্প্রতি অ্যালায়েন্স এয়ার নামের একটি বিমানসংস্থার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে হিমাচলের পর্যটন দফতরের। সেই চুক্তির ভিত্তিতেই ৬ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বিমান পরিষেবা। দিল্লি ছাড়া শিমলা-কুল্লু ও শিমলা-ধর্মশালার মধ্যেও চালু হচ্ছে উড়ান। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দিল্লি থেকে শিমলা রুটে সাত দিনই চলবে বিমান। কুল্লু ও ধর্মশালার উড়ান চলবে সপ্তাহে যথাক্রমে চার দিন ও তিন দিন করে। প্রাথমিক ভাবে বিমানের কিছু আসন সংরক্ষণ করার কথা ভাবছে হিমাচল সরকার। কয়েকটি পাঁচতারা হোটেল নিজেদের অতিথিদের জন্য আসন সংরক্ষণ করতে পারে কি না, আলোচনা চলছে তা নিয়েও।
কোভিডের প্রভাবে জোর ধাক্কা খেয়েছিল পাহাড়ঘেরা এই পর্যটনকেন্দ্রের অর্থনীতি। উড়ান বন্ধ হয়ে যাওয়ায় আরও বৃদ্ধি পায় সেই সমস্যা। প্রশাসনের আশা, বিমান পরিষেবা ফের চালু হলে বাড়বে পর্যটকের সংখ্যা। হাল ফিরবে পর্যটন শিল্পের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy