শহরে বিশ্বকাপ। সঙ্গে মনোজ তিওয়ারি। শুক্রবার। —নিজস্ব চিত্র
অম্বাতি রায়ডু না কেদার যাদব? বিশ্বকাপের চূড়ান্ত পনেরোর নির্বাচনে মনোজ তিওয়ারির আসল প্রতিদ্বন্দ্বী কে?
মনোজ তিওয়ারির মনে হচ্ছে, নামটা কেদার যাদব।
শুক্রবার শহরের একটি শপিং মলে ক্রিকেট বিশ্বকাপ এসেছিল। যেখানে ঝুলন গোস্বামী, দিব্যেন্দু বড়ুয়া, দেবাঙ্গ গাঁধীদের সঙ্গে মনোজ তিওয়ারিও ছিলেন। সেখানেই মনোজ বলেন, “রায়ডু এখন নিয়মিত সুযোগ পাচ্ছে শুধু নয়, বেশ ভালও খেলছে। আমি ততটা সুযোগ পাইনি। মনে হয় বিশ্বকাপের চূড়ান্ত দলে রায়ডু থাকবে। আমার লড়াইটা তাই সম্ভবত কেদার যাদবের সঙ্গে।”
আগামী ৬ জানুয়ারি বিশ্বকাপের পনেরো জনের দল নির্বাচন। সেখানে থাকার ব্যাপারে মনোজ আশা রাখছেন। রঞ্জি ট্রফির প্রথম দু’টো ম্যাচে রান না পেলেও মুম্বইয়ের বিরুদ্ধে একটা হাফসেঞ্চুরি এসেছে। মনোজ মনে করেন, দু’টো-একটা ব্যর্থতায় বিশ্বকাপর দলে তাঁর নির্বাচনে তেমন প্রভাব পড়বে না। “আমি তো এমন অনেক ম্যাচে রান পেয়েছি যেখানে জাতীয় নির্বাচকরা ছিলেন। ম্যাচগুলো টেলিকাস্টও হয়েছে। তাই মনে হয় না, দু’একটা ব্যর্থতায় খুব প্রভাব পড়বে,” বলে দেন মনোজ। যিনি যুবরাজ সিংহের বিশ্বকাপ টিম থেকে বাদ যাওয়ায় একটু অবাকই। “যুবি যে ভাবে ক্রিকেটে ফিরে এসেছে, সেটা আমার কাছে প্রেরণা। যুবরাজ কিন্তু রঞ্জিতে পরপর তিনটে ম্যাচে সেঞ্চুরি করল। আর যা শুনেছি, প্রাথমিক দলের বাইরে থেকেও অনেক সময় ক্রিকেটার নির্বাচন হয়ে থাকে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy