Advertisement
০৫ নভেম্বর ২০২৪
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ম্যাচ আয়োজনে একজোট রাজ্য সরকার-আইএফএ

ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ হাতছাড়া করা চলবে না। আগামী তিন বছরের মাথায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচ কলকাতায় আয়োজনের জন্য একসঙ্গে ঝাঁপাচ্ছে আইএফএ ও রাজ্য সরকার। বিশ্বকাপ সেন্টার হিসেবে প্রাথমিক বাছা হয়েছে আটটি কেন্দ্রকে। যার মধ্যে রয়েছে কলকাতা। ফিফা কর্তারা রিপোর্ট দিলে আটটির মধ্যে ছ’টি কেন্দ্রকে বেছে নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ০৩:০৩
Share: Save:

ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ম্যাচ হাতছাড়া করা চলবে না। আগামী তিন বছরের মাথায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচ কলকাতায় আয়োজনের জন্য একসঙ্গে ঝাঁপাচ্ছে আইএফএ ও রাজ্য সরকার। বিশ্বকাপ সেন্টার হিসেবে প্রাথমিক বাছা হয়েছে আটটি কেন্দ্রকে। যার মধ্যে রয়েছে কলকাতা। ফিফা কর্তারা রিপোর্ট দিলে আটটির মধ্যে ছ’টি কেন্দ্রকে বেছে নেওয়া হবে।

এ দিন যুবভারতীতে এ ব্যাপারে দ্বিপাক্ষিক বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং আইএফএ প্রেসিডেন্ট সুব্রত দত্ত জানালেন, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কেন্দ্রের চূড়ান্ত তালিকায় কলকাতাকে রাখার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য সরকার এবং এআইএফএফের সমন্বয় সাধনের বিশেষ দায়িত্ব পেয়েছেন আইএফএ প্রেসিডেন্ট ও ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তকে। বিশ্বকাপ আয়োজনের জন্য যে কেন্দ্রীয় পরিকাঠামো কমিটি গড়া হয়েছে সেই কমিটির শীর্ষেও রয়েছেন সুব্রতবাবু।

এ দিন যুবভারতী পরিদর্শনের পর ক্রীড়ামন্ত্রী বৈঠকে বসেন আইএফএ প্রেসিডেন্টের সঙ্গে। যুবভারতীতে বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে হলে ফিফার নির্দেশ মেনে কী কী সংস্কার করতে হবে তা সুব্রতবাবুর কাছে জানতে চান ক্রীড়ামন্ত্রী। পরে ক্রীড়ামন্ত্রী বলে যান, “বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটা রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে। আইএসএল, আই লিগ চলার মধ্যেই স্টেডিয়ামের সংস্কারকার্য চলবে। কৃত্রিম টার্ফ পাল্টে ঘাসের মাঠ ফেরানোর কাজটা হবে দ্বিতীয় ধাপে। স্টেডিয়ামের বাইরের ও ভিতরের বেশ কিছু কাজ আগামী দু’সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে।”

এই সব কাজের মধ্যে রয়েছে আরও দু’টি আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম নির্মাণ, স্টেডিয়ামের আপার টিয়ারে ২৫০ জনের বসার উপযোগী অত্যাধুনিক মিডিয়া ট্রিবিউন নির্মাণ, চার হাজার আসন-সহ ভিভিআইপি এনক্লোজার তৈরি এবং যুবভারতী চত্বরেই ফ্লাডলাইট-সহ আরও দু’টি অনুশীলনের মাঠ তৈরি। এ ছাড়াও যুবভারতী চত্বর ঘেরা এবং জবরদখল মুক্ত করার কাজও চলবে। এর পরের ধাপে গোটা স্টেডিয়ামে বসবে ৮৫ হাজার বাকেট সিট।

ফেডারেশন সূত্রের খবর, বিশ্বকাপের জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত আটটি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ খতিয়ে দেখতে নভেম্বরে ভারতে আসবেন ফিফা কর্তারা। যুবভারতী উন্নয়নের এই কাজ তাই দ্রুত শুরু হয়ে যাবে। চলতি বছর আইএসএল হওয়ার কথা ১২ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর। এর পর ২৮ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ফেড কাপ। আই লিগ শুরু ১৭ জানুয়ারি। দশ দলের লিগ হলে তা শেষ হবে ১০ মে। তবে আই লিগে খেলার জন্য এখনও দৌড়ে রয়েছে মুম্বইয়ের একটি ফ্র্যাঞ্চাইজি দল। তারা অন্তর্ভুক্ত হলে এগারো দলের লিগ শেষ হবে ৩১ মে। তার পর আগামী বছরের মে থেকে সেপ্টেম্বর এই চার মাসের মধ্যে যুবভারতীর টার্ফ বদলের কাজ শেষ করা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE