কাপ অভিযানে নামার আগের দিন ফোরলানরা। ছবি: এএফপি।
২০১০ বিশ্বকাপে চতুর্থ। ২০১১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। বিশ্বফুটবলে আবার ফিরেছে ম্লান হয়ে যাওয়া সেই দাপট। উরুগুয়ের সেই সাফল্যের পিছনে মূল কান্ডারি ছিলেন দিয়েগো ফোরলান। যিনি ক্লাব পর্যায়ে অতটা সফল না হতে পারলেও, আন্তর্জাতিক মঞ্চে উপহার দিয়েছেন চোখ ধাঁধানো ফুটবল। হয়ে উঠেছেন উরুগুয়ে দলের ‘চোখের মণি’।
শনিবার কোস্টা রিকার বিরুদ্ধে কাপ অভিযান শুরু করতে চলেছে ফোরলানের দল। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও প্রত্যাশার চ্যালেঞ্জ নিতে তৈরি দলের মহাতারকা। “উরুগুয়ে খুব ছোট দেশ। কিন্তু সমর্থকরা আমাদের থেকে অনেক কিছু আশা করেন,” বলছেন তিনি। গত বিশ্বকাপে চতুর্থ হওয়ার কারণে জাতীয় দলের উপর পারফর্ম করার চাপ আরও বেশি থাকবে, সেই কথা মানছেন ফোরলান। বলেন, “আমাদের ফুটবল ইতিহাস আছে। অনেক ট্রফি জিতেছে উরুগুয়ে। স্বাভাবিক ভাবেই সমর্থকরা চায় আমরা ভাল খেলি। গত বিশ্বকাপে চতুর্থ হওয়ার কারণে এ বার আমাদের উপর আশাটা আরও বাড়বে।”
গ্রুপ পর্বের বাছাইয়ে ইউরোপের দুই হেভিওয়েট ইতালি ও ইংল্যান্ডের সঙ্গে এক গ্রুপে পড়ে উরুগুয়ে। কিন্তু সুয়ারেজ-কাভানিদের সামলাতেও ঘাম ছুটবে বিপক্ষ ডিফেন্ডারদের। ফোরলান আত্মবিশ্বাসী, “হতে পারে আমরা খুব কঠিন গ্রুপে আছি। ইংল্যান্ড ও ইতালি খুব ভাল দল। কিন্তু বিশ্বকাপে এক দিনের পারফরম্যান্সের উপরে নির্ভর করে কে টিকে থাকবে। ইতিহাস দিয়ে কিছু হয় না। আমরা যদি ভাল পারফর্ম করি তা হলে উরুগুয়েকে আটকাতে সমস্যা হবে অন্য দলের।”
বর্তমানে জাপানের সেরেজো ওসাকার হয়ে ঘরোয়া ফুটবল খেলেন ফোরলান। বিশ্বকাপের চূড়ান্ত দলে নিজের নাম লেখানোর পরে প্রশ্ন ওঠে, আদৌ আর বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতিতে তিনি আছেন কিনা? কিন্তু এখন আর এক বিশ্বকাপ খেলার জন্য তৈরি ফোরলান। প্রত্যাশার পাহাড়প্রমাণ চাপ থাকলেও মাথা উঁচু করেই বিশ্বকাপ মঞ্চকে বিদায় জানাতে চান দলের গত বিশ্বকাপের সেরা ফুটবলার।
আর এ বার ‘গোল্ডেন বল’জয়ী ফোরলানের টোটকা একটা বিশেষ আত্মজীবনী-- প্রাক্তন কোচ স্যর অ্যালেক্স ফার্গুসনের আত্মজীবনী। যিনি একটা সময়ে ফোরলানের কোচ ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। “স্যর অ্যালেক্স আমাকে তাঁর আত্মজীবনীটা পাঠিয়েছেন। ওই বইয়ে আমার সম্বন্ধে যা লিখেছেন স্যর, তা দেখে এমনিতেই উদ্বুদ্ধ হয়ে যাই।”
কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে আবার সংশয় দেখা দেয় ফোরলানের শারীরিক অসুস্থতা নিয়ে। যিনি গত দু’দিন অংশগ্রহণ করতে পারেননি উরুগুয়ে অনুশীলনে। কিন্তু কোচের দুশ্চিন্তা আর সমর্থকদের মাথাব্যথা দূর করে বৃহস্পতিবার পুরো অনুশীলন করেন ফোরলান। সংবাদিক সম্মেলনে দলের অন্যতম অস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ কোচ অস্কার তাবারেজ বলেন, “ফোরলানের মতো প্রতিভাবান ফুটবলার খুব কম আছে। ওর মতো পেশাদারিত্ব বিরল।”
ফোরলান একশো শতাংশ ফিট হলেও, দলের বর্তমান তারকা এখনও অনিশ্চিত। হাঁটুর অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার উরুগুয়ের সঙ্গে পুরো অনুশীলন করেন সুয়ারেজ। কিন্তু এখনও প্রশ্ন থাকছে লিভারপুল স্ট্রাইকারের ম্যাচ ফিটনেস নিয়ে। যদিও সমর্থকদের আশ্বস্ত করতে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টের সাহায্য নিতে হয় সুয়ারেজকে। টুইট করেন, “সবাইকে ধন্যবাদ জানাতে চাই এ রকম কঠিন পরিস্থিতিতে আমার পাশে থাকার জন্য। চোট অনেকটা সেরে উঠেছে। হাঁটু এখন ভাল অবস্থায় আছে।” কিন্তু দলের কোচ অস্কার তাবারেজ জানিয়ে দিয়েছেন, দলের স্বার্থে তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নেবেন না তিনি। “আমি তো সব সময়ই চাই সুয়ারেজকে নামাতে। কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে হবে। কোনও রকম ঝুঁকি নিতে চাই না।” আর সুয়ারেজ না খেলতে পারলে কোস্তারিকার বিরুদ্ধে ফরোয়ার্ড লাইনে থাকতে চলেছে ফোরলান-কাভানি জুটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy