Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ISL 2024-25

গ্রেগকে নিয়ে স্বস্তি মোহনবাগানে

সোমবার বিকেলেও অবশ্য দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি গ্রেগ। ফিজ়িয়োর সঙ্গে বেশ কিছুক্ষণ দৌড়ন তিনি। ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা বাড়ছে সমর্থকদের মধ্যে।

ফুরফুরে: অনুশীলনের সতীর্থদের সঙ্গে কামিংস (ডান দিকে)। 

ফুরফুরে: অনুশীলনের সতীর্থদের সঙ্গে কামিংস (ডান দিকে)।  ছবি সমাজ মাধ্যম থেকে সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ০৯:৩৯
Share: Save:

মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে চব্বিশ ঘণ্টা আগেই উদ্বেগ ছড়িয়ে পড়েছিল গ্রেগ স্টুয়ার্ট-কে নিয়ে। রবিবার মাঠে এলেও চোটের কারণে অনুশীলন করেননি তিনি। ফলে ১০ নভেম্বর ভুবনেশ্বরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে গ্রেগের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে কিছুটা স্বস্তি। সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার পরে জানা গিয়েছে, চোট গুরুতর নয় স্কটিশ তারকার।

সোমবার বিকেলেও অবশ্য দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি গ্রেগ। ফিজ়িয়োর সঙ্গে বেশ কিছুক্ষণ দৌড়ন তিনি। ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচকে কেন্দ্র করে উন্মাদনা বাড়ছে সমর্থকদের মধ্যে। গত মরসুমে আইএসএলের শেষ চারের প্রথম পর্বে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ১-২ গোলে হেরে গিয়েছিলেন দিমিত্রি পেত্রাতস-রা। যুবভারতীতে দ্বিতীয় পর্বে অবশ্য তাঁরা জিতেছিলেন ২-০ গোলে। রয় কৃষ্ণের সঙ্গে এ বার ওড়িশায় যোগ দিয়েছেন গত মরসুমে মোহনবাগানে খেলা হুগো বুমোসও। তার উপরে রবিবার গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কাছে ২-৩ গোলে হেরে গিয়েছেন আহমেদ জাহু-রা। হোসে ফ্রান্সিসকো মলিনা খুব ভাল করেই জানেন, মোহনবাগানকে হারাতে মরিয়া হয়ে খেলবেন কৃষ্ণ, বুমোস-রা। ফলে এই ম্যাচে গ্রেগকে প্রয়োজন। তাই সোমবার কোনও ঝুঁকি নিতে চাননি মোহনবাগান কোচ। সব ঠিক থাকলে মঙ্গলবার থেকে ওড়িশা ম্যাচের প্রস্তুতিতে যোগ দিতে পারেন গ্রেগ। পারিবারিক কারণে এ দিন অনুশীলনে ছিলেন না রক্ষণের অন্যতম ভরসা আশিস রাই।

ওড়িশা-দ্বৈরথের মহড়ায় সোমবার মলিনা জোর দিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের উপরেই। পরীক্ষা করে নিলেন রক্ষণকেও। আশিক কুরুনিয়ন পুরোদমে অনুশীলন করায় স্বস্তির হাসি দেখা গিয়েছে মোহনবাগান কোচের মুখে।

অন্য বিষয়গুলি:

Mohun Bagan ISL 2024-25
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE