এ রকম মুহূর্ত দুর্লভ, যে দিন এমএস ধোনিকে তাঁর দলের পারফরম্যান্স ঘিরে ওঠা খুব বেশি প্রশ্নের সামনে পড়তে হয় না! রবিবারের ম্যাচোত্তর ভারত অধিনায়কের সাংবাদিক সম্মেলন সে রকমই একটা ছিল। যে ম্যাচে কার্যত নিখুঁত ক্রিকেট খেলে ধোনির দল দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই। তার পর আর ধোনির দিকে কী বাউন্সার যাবে!
“শেষ দু’টো ম্যাচ যে ভঙ্গিতে জিতলাম আমরা সে রকম অনায়াস জয় পাওয়াটা সত্যিই কঠিন। বিরল।” একটু থেমে ধোনি ফের বলা শুরু করলেন, “প্রথমে আমরা নিখুঁত ব্যাটিং করেছি। তিনশো করাটা ফ্যান্টাস্টিক। পরে দক্ষিণ আফ্রিকা ইনিংসে ছেলেরা আগাগোড়া ঠিক লাইনে বোলিং করে বিপক্ষের রান তোলাটা কঠিন করে দিতে পেরেছে।”
শিখর ধবনের সেঞ্চুরির দারুণ প্রশংসা করলেও ধোনিকে যেন উচ্ছ্বসিত দেখাল অজিঙ্ক রাহানেকে নিয়ে বলার সময়। “শিখর যে ভাবে ব্যাটটা করে থাকে আজ ঠিক সে ভাবে খেলছে। সেঞ্চুরি করার পরেও ওর ব্যাটিয়ে বুঝিয়ে দিয়েছে ও আরও অনেকক্ষণ ক্রিজে থাকবে, যাতে অন্য প্রান্তের ব্যাটসম্যানের কাজটা সহজ হয়।” এর পরেই রাহানেতে ঢুকে ধোনি “তবে রাহানের ব্যাটিংটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচে আমরা ওর আগে সুরেশ রায়নাকে পাঠিয়েছিলাম। কিন্তু ওর সঙ্গে আমরা কথা বলেছিলাম। বলেছিলাম, তুমি নিজের ক্ষমতা অনুযায়ী আর টাইমিংটা ব্যবহার করে খেলো। কারণ ওটাই তোমার আসল শক্তি। ও সেই স্বাভাবিক অনুভূতির জোরে খেলেই এত রান করল। আমি দারুণ খুশি। এই পরিবেশে ও যত খেলবে, তত বেশি রান পাবে।”
সব বিভাগে নিখুঁত পারফরম্যান্স! আজ বলব, শিখর কেন বিশ্বকাপ টিমে আছে—
এই প্রশ্ন যাঁরা তুলেছিলেন তাঁরা ক্রিকেটের কিছু জানেন না। শিখর ফ্যাবুলাস...
ভারতের বোলিং, ফিল্ডিংও। মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা
ফিল্ডিং করছে! আমাদের বোলিংয়েও কী দুর্দান্ত বৈচিত্র!
এই ধারাবাহিকতাটাই এখন ধরে রাখা দরকার। —রবি শাস্ত্রী
যদিও ৩০৭-এ টিম ইন্ডিয়া-র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছিল। ইতিহাস বদলাতে, অর্থাৎ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-৩ পিছিয়ে থাকা ভারতের প্রথম জয় পেতে এর পরে দরকার ছিল ভাল বোলিংয়ের। কিন্তু সেটা কতটা ভাল করলেন আজ শামি-মোহিতরা? দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডে’ভিলিয়ার্স একঝাঁক সাংবাদিকের সামনে স্বীকার করলেন, “ড্রেসিংরুমে হাসিম আমলা ভারতীয় বোলিংয়ের প্রশংসা করছিল। ওরা খুব টাইট লাইনে বল করেছে। খুব কম দিনই এমন আসে যে দিন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা শর্ট বলের সামনে লাফায়... মাথা সরিয়ে নেয়!” আর ধোনি বলে দিলেন, “এটাই হালফিলে সেরা ভারতীয় বোলিং।”
ভারত
রোহিত রান আউট ০
শিখর ক আমলা বো পার্নেল ১৩৭
কোহলি ক দু’প্লেসি বো তাহির ৪৬
রাহানে এলবিডব্লিউ স্টেইন ৭৯
রায়না ক রোসৌ(বদলি) বো মর্কেল ৬
ধোনি ক ডি’কক বো মর্কেল ১৮
জাডেজা রান আউট ২
অশ্বিন ন.আ. ৫, শামি ন.আ. ৪
অতিরিক্ত ১০।
মোট ৩০৭-৭।
পতন: ৯, ১৩৬, ২৬১, ২৬৯, ২৭৮, ২৮৪, ৩০২।
বোলিং: স্টেইন ১০-১-৫৫-১, ফিল্যান্ডার ৪-১-১৯-০, দুমিনি ৭-০-৩৯-০,
মর্কেল ১০-০-৫৯-২, তাহির ১০-০-৪৮-১, পার্নেল ৯-০-৮৫-১।
দক্ষিণ আফ্রিকা
আমলা ক শামি বো মোহিত ২২
ডি’কক ক কোহলি বো শামি ৭
দু’প্লেসি ক শিখর বো মোহিত ৫৫
ডে’ভিলিয়ার্স রান আউট ৩০
মিলার রান আউট ২২
দুমিনি ক রায়না বো অশ্বিন ৬
পার্নেল ন.আ. ১৭
ফিল্যান্ডার এলবিডব্লিউ অশ্বিন ০
স্টেইন ক শিখর বো শামি ১
মর্কেল বো অশ্বিন ২
তাহির এলবিডব্লিউ জাডেজা ৮
অতিরিক্ত ৭।
মোট ১৭৭ (৪০.২ ওভারে)।
পতন: ১২, ৪০, ১০৮, ১৩৩, ১৪৭, ১৫৩, ১৫৩, ১৫৮, ১৬১, ১৭৭।
বোলিং: উমেশ ৬-০-৩৪-০, শামি ৮-১-৩০-২, মোহিত ৭-০-৩১-২,
জাডেজা ৮.২-০-৩৭-১, অশ্বিন ১০-০-৪১-৩, রায়না ১-০-৩-০।
আফগানদের হারাতে হিমশিম শ্রীলঙ্কা
সংবাদ সংস্থা • ডানেডিন
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের প্রথম জয় পেলেও আফগানিস্তানকেই রীতিমতো কষ্টেসৃষ্টে হারাল। ইউনিভার্সিটি ওভালে আফগানদের তোলা ২৩৩ পেরোয় শ্রীলঙ্কা ১০ বল বাকি থাকতে। তা-ও ছয় উইকেট খুইয়ে। মাহেলা জয়বর্ধনের সেঞ্চুরিও (১০০) দলকে পুরো স্বস্তি দিতে পারেনি। যতক্ষণ না থিসারা পেরেরা স্লগ ওভারে ২৬ বলে অপরাজিত ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন হামিদদের (৩-৪৫) মরিয়া লড়াইয়ের বিরুদ্ধে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy