যেন জিতেই আছেন। মাদ্রিদে প্র্যাকটিসে সিআর সেভেন। ছবি: এএফপি
তিনি যাদের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই বিশ্ববিখ্যাত স্পোর্টস গিয়ার সংস্থার নতুন বিজ্ঞাপনে রোনাল্ডো বলছেন, “প্রতিটি চ্যালেঞ্জই নতুন সুযোগ। সাহসী হয়ে মাঠে নামো।”
নতুন এই বিজ্ঞাপনে রুনি-নেইমারদের সঙ্গে মাঠে নামার সময় পর্দায় ভেসে উঠছে নতুন স্লোগান ‘রিস্ক এভরিথিং’। শুধু লম্বা-চওড়া ‘ডায়লগ’ নয়, বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর কাছ থেকে এমন পারফরম্যান্সও চাইছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। দলের কোচ কার্লো আন্সেলোত্তি যা বলেছেন, তাতে অবশ্য সমর্থকরা আশ্বস্ত হতেই পারেন। তাঁর বক্তব্য, “ম্যাচটার জন্য মুখিয়ে আছে রোনাল্ডো। প্রচণ্ড মোটিভেটেড। রীতিমতো ফুটছে।”
মঙ্গলবার দলের প্র্যাকটিসে অবশ্য ঝড়ের আগের সেই ছবি। রীতিমতো খোশ মেজাজে পর্তুগিজ তারকা। দু’দিন আগেই লিগ ম্যাচ পাঁচ গোলে জেতা সত্ত্বেও একটা গোলের পাস না বাড়ানোর ‘ভুলে’ যে ভক্তদের কটুক্তি শুনতে হয়েছে তাঁকে, কে বলবে? বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগের দিন প্র্যাকটিসে প্রায় সর্বক্ষণই হাসি-ঠাট্টায় মেতে রইলেন রোনাল্ডো। সতীর্থদের সঙ্গে খুনসুটিও করছিলেন প্রায়ই। সোমবার আবার গিয়েছিলেন বান্ধবী ইরিনা শায়েকের ফোটোশুটে। সেখানে দেখা বিখ্যাত ফ্যাশন ফোটোগ্রাফার মারিও টেস্টিনোর সঙ্গে। জমিয়ে আড্ডা দিলেন। তিন জনে মিলে ছবিও তুললেন। সে দিনের অপমান ভুলে পরের ম্যাচের জন্য নিজেকে চাঙ্গা করে নেওয়ার এটাই ‘সিআর সেভেন স্টাইল’। প্র্যাকটিসে তারই প্রতিফলন।
আর একটা গোল করলেই চ্যাম্পিয়ন্স লিগের গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেলবেন। তাতে যদিও গত সপ্তাহের এল ক্লাসিকোয় হারের দুঃখ ভুলতে পারবেন না রোনাল্ডোরা। কিন্তু ইউরোপের সেরা লিগ জয়ের স্বপ্ন দেখা তো শুরু করতেই পারেন। এখন তাই রিয়াল শিবিরেও স্লোগান, ‘রিস্ক এভরিথিং’। সে দিন রোনাল্ডো ছাড়াও যাঁকে সমর্থকদের টিটকিরি শুনতে হয়েছিল, সেই গ্যারেথ বেল বলছেন, “ডর্টমুন্ড ম্যাচে মাঠে নামার জন্য আমরা ছটফট করছি। আশা করি বুধবার রাতে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারব।”
গত বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এই বরুসিয়ার কাছেই ১-৪ হেরেছিল রিয়াল। পরের লেগে রোনাল্ডোরা দু’গোলে জিতলেও ফাইনালে ওঠার পক্ষে তা যথেষ্ট ছিল না। এ বার সেই হারেরই বদলা নেওয়ার পালা স্প্যানিশ ক্লাবের। “এ রকম উত্তেজনা উপভোগ করার জন্যই তো টটেনহ্যাম হটস্পার থেকে স্প্যানিশ ক্লাবে সই করেছি”, জানিয়ে দিলেন বেল। রোনাল্ডো, বেঞ্জিমা ও তিনি যে বুধবার রাতে জার্মান ক্লাবের ডিফেন্সে ঝড় তুলবেন, ক্লাবের নিজস্ব টিভি চ্যানেলে এমনই হুঁশিয়ারি দিয়ে বললেন, “আমরা এখন আগের জায়গায়। দেখে নেবেন, এ বার আমাদের সামলানো মুশকিল হবে।”
লা লিগায় এল ক্লাসিকো ও সেভিয়া ম্যাচ হেরে রিয়াল কোচ আন্সেলোত্তি বেশ চাপে। লিগ টেবলে আটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার পিছনে চলে গিয়েছেন রোনাল্ডোরা। বুধবারের ম্যাচ জিততে না পারলে আন্সেলোত্তির কোচিং ভবিষ্যৎও বিপন্ন হতে পারে বলে স্প্যানিশ মিডিয়ায় খবর রটেছে। তার পরও দলের সেরা তারকারা পাশেই যে রয়েছেন, তা বোঝানোর জন্যই হয়তো বলেন, “কটুূক্তি শোনার মতো কাজ করলে শুনতেই হবে। কিন্তু ক্রিশ্চিয়ানোকে কেন ব্যঙ্গ করা হল, বুঝলাম না।”
গত বার যে ডর্টমুন্ড রিয়ালকে হারিয়েছিল, সেই ডর্টমুন্ড এ বার আর নেই। বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে ২৩ পয়েন্ট পিছনে থাকা ক্লাবের কোচ য়ুরগেন ক্লপ এই ম্যাচে প্রথম এগারো নামানো নিয়েই চিন্তায়। গত বার সেমিফাইনালে যাঁর চার গোলে রিয়ালের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল, সেই পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি লাল কার্ড দেখে এক ম্যাচ সাসপেন্ড। দলের তিন নির্ভরযোগ্য মিডফিল্ডার বেন্ডার, ব্লাসিকাওস্কি ও গুন্ডোগান এবং দুই ডিফেন্ডার শ্মেলজার ও সুবোটিচের চোট। প্রথম এগারোর এই ছ’জনকে না পেয়ে ক্লপ তাই মহা সমস্যায়। তাই নিজেদের ও সমর্থকদের চোখে স্বপ্ন ফিরিয়ে আনার এটাই সেরা সুযোগ রোনাল্ডো ও তাঁর দলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy