আফ্রিদির সমালোচনায় যুবি ও রায়না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক অলরাউন্ডারের এ হেন মন্তব্যের তীব্র সমালোচনা করলেন যুবরাজ, সুরেশ রায়নারা।
সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদির কিছু মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে আফ্রিদিকে বলতে শোনা গিয়েছে, “বিশ্ব এখন বড় অসুখে আক্রান্ত। কিন্তু তার থেকেও বড় অসুখ রয়েছে মোদীর মনে। মোদী কাশ্মীরে সাত লক্ষ সেনা মোতায়েন করেছেন। যা পাকিস্তানের মোট সেনা সংখ্যার সমান।”
আফ্রিদির এমন মন্তব্যের পরে আর স্থির থাকতে পারেননি যুবি। তিনি টুইট করেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমন মন্তব্য করা খুবই দুঃখজনক। দেশের এক জন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই মন্তব্য মেনে নেওয়া যায় না।’’
Really disappointed by @SAfridiOfficial‘s comments on our Hon’b PM @narendramodi ji. As a responsible Indian who has played for the country, I will never accept such words. I made an appeal on your behest for the sake of humanity. But never again.
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 17, 2020
Jai Hind 🇮🇳
আফ্রিদিকে আক্রমণ করে রায়না বলেছেন, ‘‘নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য একটা লোক কী না কী করতে পারে? তোমার ব্যর্থ দেশের জন্য কিছু করো। আর কাশ্মীরকে ছেড়ে দাও। কাশ্মীর নিয়ে কথা বলতে যেও না। আমি একজন গর্বিত কাশ্মীরী। কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে। জয় হিন্দ।’’
Gosh! What all a person must do to remain relevant! Even more so for a nation that is living on alms. So, better do something for your failed nation and leave #Kashmir alone. I am a proud Kashmiri and it is and will always remain an inalienable part of India. Jai Hind!🇮🇳❤️💪
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 17, 2020
করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানও। সেখানকার দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশন। যুবি ও ভাজ্জি প্রাক্তন পাক অলরাউন্ডারের চ্যারিটি ফাউন্ডেশনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মোদীকে নিয়ে আফ্রিদির এ হেন মন্তব্যের পরে ভাজ্জি ও যুবি প্রাক্তন পাক অধিনায়কের চ্যারিটি কাজে আর সাহায্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy