Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জাতীয় দলে ঢুকতে পারেন যুবরাজ, হারাতে পারেন আইপিএল টিম

দারুণ ছন্দে যুবরাজ সিংহ। বিজয় হাজারে ট্রফিতেও নিজেকে প্রমাণ করছেন। যা খুলে দিতে পারে জাতীয় দলের দরজা। শনিবারই অস্ট্রেলিয়া সফরের জন্য দল বাছাই। ঠিক তার আগেই বিজয় হাজারে ট্রফিতে জ্বলে উঠল যুবরাজের ব্যাট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৭
Share: Save:

দারুণ ছন্দে যুবরাজ সিংহ। বিজয় হাজারে ট্রফিতেও নিজেকে প্রমাণ করছেন। যা খুলে দিতে পারে জাতীয় দলের দরজা। শনিবারই অস্ট্রেলিয়া সফরের জন্য দল বাছাই। ঠিক তার আগেই বিজয় হাজারে ট্রফিতে জ্বলে উঠল যুবরাজের ব্যাট। ৮৩ বলে করলেন ৯৮ রান। পঞ্জাবকে তুললেন কোয়ার্টার ফাইনালে। এই দলের পাশাপাশি টি২০ বিশ্বকাপ দলেও ছিড়তে পারে যুবরাজের ভাগ্যের শিকে। কিন্তু ভালর পর খারাপ খবরের জন্যও প্রস্তত থাকতে হতে পারে যুবিকে। গত মরশুমে আইপিএল-এ যুবরাজ খেলেছিলেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। কিন্তু যা খবর তাতে দিল্লি ফ্র্যাঞ্চাইজি রিলিজ করে দিতে পারে যুবরাজ সিংহকে। যার ফলে আইপিএল-এ খেলার নিশ্চয়তা থাকছে না। খেললেও গত বছরের পারফরন্সের নিরিখে দাম ওঠার সম্ভবনা বেশ কম।

আরও খবর পড়ুন: নজরে জাদেজা-ইশান্ত, ফিরতে পারেন শামি

৬ ফেব্রুয়ারির নিলামে থাকবে তাঁর নাম। নিলামে কোনও দল তাঁকে নিলে তবেই তিনি আবার ফিরতে পারবেন আইপিএল-এ। গত মরশুমে দিল্লি ডেয়ার ডেভিলস ১৬ কোটি টাকায় কিনে নিয়েছিল তাঁকে। কিন্তু সেই অনুযায়ী খেলতে না পারায় মোহভঙ্গ হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ১৪টি ম্যাচে যুবরাজের ব্যাট থেকে এসেছিল মাত্র ২৪৮ রান। নিলামে লড়াইটাও এবার খুব কঠিন। নির্বাসিত দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যাল্সের ক্রিকেটাররাও থাকবেন এই নিলামে। যার ফলে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। এবারের আইপিএল-এর দলগুলিতে অনেক রদবদল হতে চলেছে। তবে জাতীয় দলে সুযোগ এলে আর সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে বদলে যেতে পারে এই সব জল্পনাও।

অন্য বিষয়গুলি:

ipl yuvraj Cricket indi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE