মেয়েকে নিয়ে ধোনির কলকাতা যাত্রা। মঙ্গলবার রাঁচি বিমানবন্দরে। ছবি: পিটিআই।
তাঁর বাবার জন্য এর আগে অনেক বারই বিব্রত হতে হয়েছে তাঁকে। এ বারও তার কোনও ব্যাতিক্রম হল না। যোগরাজ সিংহ আবার অপ্রস্তুত অবস্থায় ফেলে দিলেন যুবরাজ সিংহকে। আবার মহেন্দ্র সিংহ ধোনিকে আক্রমণ করলেন যোগরাজ। একটি টিভি চ্যানেলে ধোনিকে তীব্র আক্রমণ করে যোগরাজ বলেন, ‘‘ও তো একটা রাবণ।’’
এখানেই শেষ নয়। যোগরাজের আরও বিস্ফোরক মন্তব্য, ‘‘ধোনির একটা সময় কিছুই ছিল না। মিডিয়া ওকে ভগবান বানিয়েছে। আর এখন ও মিডিয়াকে নিয়ে বিদ্রুপ করে। আমি যদি মিডিয়ার কেউ হতাম, তা হলে ওকে সপাটে একটা থাপ্পর মারতাম। এক দিন যেমন রাবনের যুগ শেষ হয়েছিল, সে রকমই ধোনির পতন হবে। ওর কিছুই থাকবে না। ওকে ভিক্ষে করতে হবে।’’ এর আগেও ধোনির বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিলেন যোগরাজ।
মিডিয়ায় যোগরাজের মন্তব্য ছড়িয়ে পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন যুবরাজ। তিনি টুইট করেন, ‘‘মিডিয়ায় যে সব মন্তব্য বেরোচ্ছে, তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি আগেও বলেছিলাম, ধোনির নেতৃত্বে খেলাটা আমি উপভোগ করি। আমার কোনও সমস্যাই নেই।’’ যুবরাজ নিজেকে দূরে সরিয়ে নিলেও যোগরাজ কিন্তু নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy