Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Xavi Hernandez

এ বার করোনা আক্রান্ত জাভি

এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন পাওলো মালদিনি, মিকেল আর্তেতা, পাওলো দিবালা, ক্যালাম হাডসন ওদোই, ব্লেস মাতুইদি, দানিয়েল রুগানির মতো ফুটবলাররা। সেই তালিকায় জাভির নামও যুক্ত হল।

ঘোষণা: করোনা হলেও ভাল আছেন, জানাচ্ছেন জাভি।

ঘোষণা: করোনা হলেও ভাল আছেন, জানাচ্ছেন জাভি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৬:২৩
Share: Save:

প্রাক্তন স্পেনীয় মিডফিল্ডার এবং বার্সোলানার প্রাক্তন তারকা জাভি হার্নান্দেসের শরীরেও ধরা পড়ল করোনাভাইরাস। শনিবার তাঁর ক্লাব আল সাদের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তবে এও বলা হয়েছে, কোভিড-১৯ ধরা পড়লেও জাভির শরীরে তার কোনও উপসর্গ ছিল না।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন পাওলো মালদিনি, মিকেল আর্তেতা, পাওলো দিবালা, ক্যালাম হাডসন ওদোই, ব্লেস মাতুইদি, দানিয়েল রুগানির মতো ফুটবলাররা। সেই তালিকায় জাভির নামও যুক্ত হল।
শনিবার ক্লাবের তরফে প্রাক্তন স্পেনীয় তারকার এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ৪০ বছরের জাভি বলেছেন, “আজ থেকে কাতার স্পোর্টস লিগ (কিউএসএল) শুরু হচ্ছে। তবে আমি থাকব না।” আরও বলেছেন, “কয়েক দিন আগে কিউএসএল-এর নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা হয়েছিল। রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। আমি সুস্থ আছি তবে সমস্ত কিছু ঠিক না হওয়া পর্যন্ত থাকতে হবে নিভৃতবাসে। শরীর একটু ঠিক হলে আমি কাজে নেমে পড়ব।”

অন্য বিষয়গুলি:

Xavi Hernandez Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE