World Cup 2018: Players to be missed in upcoming World Cup dgtl
আসন্ন বিশ্বকাপ মিস করবে যে তারকাদের
বাকি আর ঠিক ১৩ দিন। আর তার পরেই শুরু হচ্ছে ৩২ দেশের মহারণ। যে বিশ্বকাপে রোনাল্ডো থেকে মেসিদের পায়ের জাদু দেখবে বিশ্ব। কিন্তু এই বিশ্বকাপে দেখা যাবে না, এমন তারকার সংখ্যাও নেহাত কম নয়। এঁদের মধ্যে কেউ হয়ত অসুস্থ, কোনও তারকার আবার দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ১১:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বাকি আর ঠিক ১৩ দিন। আর তার পরেই শুরু হচ্ছে ৩২ দেশের মহারণ। যে বিশ্বকাপে রোনাল্ডো থেকে মেসিদের পায়ের জাদু দেখবে বিশ্ব। কিন্তু এই বিশ্বকাপে দেখা যাবে না, এমন তারকার সংখ্যাও নেহাত কম নয়। এঁদের মধ্যে কেউ হয়ত অসুস্থ, কোনও তারকার আবার দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। দেখে নেওয়া যাক এমনই কয়েক জনকে।
০২১৫
করিম বেঞ্জেমা: অক্টোবর ২০১৫-এর পর থেকে একবারের জন্যও দেশের হয়ে খেলেননি এই ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদের এই তারকা জানিয়েছিলেন, দেশঁ যত দিন জাতীয় দলের কোচিং করাবেন, তত দিন তিনি জাতীয় দলে সুযোগ পাবেন না। ছবি: এএফপি।
০৩১৫
দিমিত্রি পায়েত: ২০১৬ সালে দুর্দান্ত একটা ইউরো কাটানোর পর পায়েতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে গোটা ফ্রান্স। কিন্তু ইউরোপা কাপ ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এ বারের বিশ্বকাপ সাইডলাইন থেকেই দেখতে হবে মার্সেইয়ের এই মিডফিল্ডারকে। ছবি: এএফপি।
০৪১৫
দানি কার্ভাজল: বড় টুর্নামেন্টের আগে চোট পাওয়া যেন অভ্যাস হয়ে গিয়েছে স্পেনের এই ডিফেন্ডারের। চোটের জন্য ২০৬ ইউরোতে খেলতে পারেননি, আর এ বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ ডিফেন্সের বড় ভরসা। ছবি: এএফপি।
০৫১৫
অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেন: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে হাঁটুর লিগামেন্টে চোট বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে ইংল্যান্ড মিডফিল্ডের বড় ভরসা চেম্বারলেনকে। ছবি: এএফপি।
০৬১৫
জো হার্ট: ছবি: হার্টের দলে না থাকা চমকে দিয়েছে ফুটবলবিশ্বকে। অভিজ্ঞ এই গোলরক্ষকের বদলে নিক পোপকে সুযোগ গিয়েছেন ইংল্যান্ড কোচ সাউথগেট। গেটি ইমেজেস।
০৭১৫
দানি আলভেজ: এ বারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিলকে নামতে হবে দলের সেরা ডিফেন্ডারকে ছাড়াই। কপ দ্য ফ্রান্স ফাইনালে হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন আলভেজ। ছবি: এএফপি।
০৮১৫
মারিও গটজে: গত বার জার্মানির ফাইনালের হিরো এ বারে দলেই জায়গা পাননি। চোট এবং অফ ফর্মে প্রায় গোটা মরসুমটাই কেটেছে গটজের। তাঁকে জার্মানির প্রাথমিক দলেই রাখেননি লো। ছবি: এএফপি।
০৯১৫
সের্জিও রোমেরো: আর্জেন্তিনার হয়ে দু’টি বিশ্বকাপ এবং তিনটি কোপা আমেরিকা খেলা দেশের সেরা গোলরক্ষক রোমেরোকে ছাড়াই বিশ্বকাপ অভিযানে নামতে হবে মেসিদের। হাঁটুতে চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন রোমেরো। ছবি: এএফপি।
১০১৫
জ্লাটান ইব্রাহিমোভিচ: মনে করা হয়েছিল দেশের হয়ে বিশ্বকাপে কামব্যাক করবেন ইব্রা। সমর্থকদের মধ্যে সে আশা বাড়িয়ে দিয়েছিলেন খোদ ইব্রা। কিন্তু সুইডেনের কোচের বিশ্বকাপ পরিকল্পনায় ছিলেন না তিনি। ছবি: গেটি ইমেজেস।
১১১৫
জিয়ানলুইগি বুফোঁ: বিশ্বকাপের পর অবসর নেবেন বলে জানিয়েছিলেন ইতালির প্রবাদপ্রতিম এই গোলরক্ষক। কিন্তু সুইডেনের কাছে হেরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয় ইতালি। চোখের জলে অবসর নেন ৩৯ বছরের বুঁফো। ছবি: গেটি ইমেজেস।
১২১৫
আর্তুরো ভিদাল: যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে যাওয়ায় গত দু’টি বিশ্বকাপ খেলা চিলের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে এ বারে বিশ্বকাপে দেখা যাবে না। ছবি: গেটি ইমেজেস।
১৩১৫
গ্যারেথ বেল: গত ইউরোর সেমিফাইনালিস্ট ওয়েলস এ বারে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। ফলে সে দেশের সর্বকালের সেরা ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের অন্যতম প্রধান অস্ত্রকে দেখা যাবে না এ বারের বিশ্বকাপে। ছবি: গেটি ইমেজেস।
১৪১৫
আর্জেন রবেন: দেশ যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে যাওয়ায় বিশ্বকাপে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডারকেও। ছবি: গেটি ইমেজেস।
১৫১৫
অ্যালেক্সি সাঞ্চেজ: ভিদালের মতো বিশ্বকাপ খেলা হচ্ছে না চিলের অন্যতম সেরা ফরোয়ার্ড অ্যালেক্সি সাঞ্চেজেরও। ছবি: এএফপি।