Advertisement
০৬ নভেম্বর ২০২৪

অভিযোগ এড়িয়ে গেলেন কোস্তা

আন্দ্রে ইনিয়েস্তার পাস ধরে ইরানের রক্ষণ ভেঙে ৫৪ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন কোস্তা। তাঁর একমাত্র গোলেই বিশ্বকাপের শেষ ষোলোর পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ফের্নান্দো ইয়েরোর দল।

 বিতর্ক: কোস্তার দিকে অভিযোগের আঙুল। —ফাইল চিত্র।

 বিতর্ক: কোস্তার দিকে অভিযোগের আঙুল। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০৩:৪৭
Share: Save:

দুই ম্যাচ তিন গোল করে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। স্পেনকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু বুধবার রাতে ইরানের বিরুদ্ধে ম্যাচের পরে তাঁর বিরুদ্ধেই প্রতিপক্ষের ফুটবলারকে উত্যক্ত করার অভিযোগ উঠল। তিনি, দিয়েগো কোস্তা।

আন্দ্রে ইনিয়েস্তার পাস ধরে ইরানের রক্ষণ ভেঙে ৫৪ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন কোস্তা। তাঁর একমাত্র গোলেই বিশ্বকাপের শেষ ষোলোর পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ফের্নান্দো ইয়েরোর দল। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে ইরানের এক সাংবাদিক অভিযোগ করেন, কোস্তা নাকি ইরানের গোলকিপারের পা মাড়িয়ে দিয়েছিলেন কেন? প্রথমার্ধে মাঝামাঝি দেখা যায়, দিয়েগো কোস্তা ইরানের গোলকিপারের কাছে গিয়ে তাঁর পা মাড়িয়ে দিচ্ছেন। এর পরেই দেখা যায়, ইরানের গোলরক্ষক যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে যাচ্ছেন। এমনকি উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহাও বিষয়টি এড়িয়ে যান। কোস্তাকে তিনি সতর্ক পর্যন্ত করেননি। জবাবে কোস্তা ইরানের সেই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, ‘‘কোন ম্যাচটা আপনি দেখছেন? ইরানের ফুটবলাররাই আমাদের প্ররোচিত করছিলেন। আপনি এটা স্বীকার করতে পারবেন না। কারণ ইরান আপনার দেশ।’’ ইতিমধ্যেই দু’ম্যাচে তিন গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনেই রয়েছেন কোস্তা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE