What is Mankading in cricket, how it got the name dgtl
What is Mankading
মাঁকড় আউট কী? বাটলার ছাড়া আর যাঁরা রয়েছেন তালিকায়
জস বাটলারকে ‘মাঁকড় আউট’ করে নতুন বিতর্ক তৈরি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট আর ‘জেন্টলম্যানস গেম’ নেই বলে প্রবল সমালোচিতও হচ্ছেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৫:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
জস বাটলারকে ‘মাঁকড় আউট’ করে নতুন বিতর্ক তৈরি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট আর ‘জেন্টলম্যানস গেম’ নেই বলে প্রবল সমালোচিতও হচ্ছেন। তবে সমর্থনও পাচ্ছেন অনেকের। কিন্তু এই আউট আসলে কী? কেনই বা এমন নাম? কারাই বা এর আগে এই ভাবে আউট হয়েছিলেন? দেখে নেওয়া যাক।
০২১৬
সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে বল করছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম বলে অশ্বিন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারকে মাঁকড় আউট করেন। এর পরই শুরু হয় বিতর্ক।
০৩১৬
কী এই মাঁকড় আউট? বল করতে এসে বোলার যদি দেখে নন স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজের বাইরে, তা হলে বল উইকেটে লাগিয়ে বোলার ওই ব্যাটসম্যানকে আউট করতে পারেন।
০৪১৬
১৯৪৭ সালে সিডনি টেস্টে বিল ব্রাউনকে এ ভাবেই আউট করেছিলেন বিনু মাঁকড়। তার পর থেকেই বিশ্ব ক্রিকেটে এই ধরনের রান আউট মাঁকড় আউট নামে পরিচিত।
০৫১৬
আইপিএলে প্রথম বার মাঁকড়ীয় আউটের শিকার হলেন বাটলার। বল করার আগে নন স্ট্রাইকার প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যান বাটলারকে রান আউট করেন অশ্বিন।
০৬১৬
১৯৮৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচে শেষ ওভার বল করতে এসে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ দেখেন, পাকিস্তানের সেলিম জাফর রান নিতে গিয়ে ক্রিজের প্রায় মাঝপথে চলে গিয়েছেন।
০৭১৬
ওয়ালশ প্রতিপক্ষকে আউট করেননি। বরং জাফরকে ডেকে ক্রিজে ফেরান। তার পরে ফের বল করতে যান। পাকিস্তান ম্যাচটাও জিতে যায়। বাটলার-অশ্বিন কাণ্ডের সঙ্গে সেই ঘটনারও তুলনা করেছেন অনেকে। তবে মাঁকড় আউট এর আগেও হয়েছে।
০৮১৬
১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে চার্লি গ্রিফিথ আউট করেন ইয়ান রেডপ্যাথকে। স্যর গ্যারি সোবার্স, বাসিল বুচার, ডগ ওয়াল্টার্সরাও খেলছিলেন সেই সময়ে।
০৯১৬
১৯৭৭ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্টে এউইন চ্যাটফিল্ড মাঁকড় আউট করেন ইংল্যান্ডের ডেরেক র্যান্ডালকে।
১০১৬
১৯৭৮ সালে পার্থে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচে সিকন্দর বখতকে আউট করেন অ্যালান হার্স্ট।
১১১৬
এত গেল টেস্টের কথা। এ বার একদিনের ক্রিকেটে আসা যাক। ১৯৭৫ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে ব্রায়ান লকহার্স্টকে মাঁকড় আউট করেন গ্রেগ চ্যাপেল।
১২১৬
জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ডের ম্যাচে হারারেতে ১৯৯২ সালে গ্র্যান্ট ফ্লাওয়ারকে মাঁকড় আউট করেন দীপক পটেল।
১৩১৬
দক্ষিণ আফ্রিকার সাত ম্যাচের একদিনের সিরিজ। ১৯৯২ সালের ৯ ডিসেম্বর ছিল দ্বিতীয় ম্যাচ। ওই ম্যাচে কপিল দেব পিটার কার্স্টেনকে মাঁকড় আউট করেন।
১৪১৬
আইপিএলে প্রথম বার হলেও কেরিয়ারে প্রথম বার নয়। এর আগেও এই ভাবে আউট হয়েছেন জস বাটলার। ২০১৪ সালে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে বাটলারকে সচিত্র সেনানায়কে মাঁকড় আউট করেন। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস আবেদন প্রত্যাহার করেননি। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন বাটলার।