নাম পাল্টাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) আর থাকছে না। নাম পরিবর্তিত হয়ে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’ হচ্ছে। সঙ্গে জুড়বে আরও একটি কোম্পানি ‘উইন্ডিজ’। যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ব্র্যান্ডকে বাণিজ্যিক ভাবে তুলে ধরবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন জানান, ক্রিকেটকে নতুন ভাবে সাজানোর জন্যই এমন পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ সংস্থাকে তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী। জানি কী ভাবে ব্যবসা চালাতে হয়। আমাদের বুঝতে হবে স্পোর্টস একটি জনপ্রিয় ব্যবসা। দেশ চালানোর ক্ষেত্রে একটা সরকারের যেমন ভূমিকা থাকে, ক্রিকেট চালানোর ক্ষেত্রেও বোর্ডের তেমন ভূমিকা থাকা উচিত।” তিনি আরও বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বাণিজ্যিক ভাবে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। প্রতি দিন স্পোর্টস ম্যানেজমেন্ট পরিবর্তন হচ্ছে। তাদের সঙ্গে এক পথে হাঁটতে গেলে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে, সফল হব জানি।” যদিও নাম পরিবর্তনের খবর এখনও সরকারি ভাবে জানানো হয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বোর্ডের তরফে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বাণিজ্যিক ভাবে তুলে ধরতে বেশ কয়েক বছর ধরে চাপ তৈরি করছিল জামাইকা প্রশাসন। অবশেষে, সেই পথেই হাঁটতে চলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্যামেরন প্রশাসন।
আরও পড়ুন- ‘১১ বছর আগে ভূত হয়েছিল পাকিস্তান’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy