যত ৬ অক্টোবর এগিয়ে আসছে তত উত্তেজনার পারদ চড়ছে যুযুধান দু’পক্ষে। ভারতীয় বোর্ড বনাম লোঢা কমিশন।
আটচল্লিশ ঘণ্টা পরে সুপ্রিম কোর্টের সামনে পড়তে হবে বিসিসিআইকে। যেখানে আদালতের রায়ে বদলে যেতে পারে বোর্ডের চেহারা। বদলে যেতে পারে বোর্ডের শীর্ষকর্তারাও। তার আগে অবশ্য লোঢা বনাম বোর্ড উত্তেজনা বেড়েই চলেছে।
বিচারপতি লোঢার নির্দেশে বিসিসিআইয়ের দু’টো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে গিয়েছে, এই খবর সোমবার জানাজানি হওয়ার পরেই বোর্ড পাল্টা চাপের খেলা শুরু করে। রটে যায়, নিউজিল্যান্ড সিরিজ বাতিল হতে চলেছে। এমনকী বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এও বলে দেন, ‘‘আর্থিক লেনদেন ছাড়া কোনও টুর্নামেন্ট, কোনও সিরিজ করা সম্ভব নয়।’’
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বিতর্ক শুরু হতে না হতেই পাল্টা আসে লোঢা শিবির থেকে। স্বয়ং বিচারপতি লোঢা বলে দেন, ‘‘আমরা বোর্ডকে দৈনন্দিন কাজ করা থেকে আটকাইনি। আমরা শুধু বলেছি, রাজ্যসংস্থাগুলোকে বড় অঙ্কের অর্থ দেওয়া যাবে না। সিরিজ কেন বন্ধ হবে এর জন্য? আমার ই-মেলের ভুল ব্যাখ্যা হওয়াটা অত্যন্ত দুঃখজনক।’’ ওয়াকিবহাল মহলের খবর, বিচারপতি লোঢার এই টাকা আটকানোর ব্যাপারটাই বোর্ডের কাছে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে।
বোর্ড বনাম লোঢার এই লড়াইয়ের মাঝে হঠাৎ করে চলে আসেন বোর্ডের আইনি সেনাপতি মার্কণ্ডেয় কাটজু। মঙ্গলবার তিনি একটি টুইট করেছিলেন, ‘‘লোঢার উচিত উলঙ্গ করে বোর্ডকর্তাদের বেত মারা।’’ যার পরে বলাবলি শুরু হয়ে যায়, কাটজু কি তা হলে বোর্ডের বিরুদ্ধে চলে গেলেন? এমনও মনে করা হয়, বিসিসিআই এখন কাটজুকে ব্রাত্য করে দিয়েছে, শেষ মিটিংয়েও ডাকা হয়নি তাঁকে। ফলে তিনি এখন বোর্ড বিরোধী রাস্তায় হাটছেন। রাতে কাটজু আর একটি টুইট মারফত তাঁর অবস্থান পরিষ্কার করে দেন, ‘‘আমি ব্যঙ্গ করে কথাটা বলেছিলাম। কিন্তু দেখছি, কেউ সেটা বুঝতেই পারেনি।’’
বোর্ডকে দৈনন্দিন কাজ করা থেকে আটকাননি বললেও রাজ্য সংস্থাগুলোকে আবার সতর্ক করে দিয়েছেন বিচারপতি লোঢা এই বলে যে, ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে বোর্ড থেকে পাওয়া কোনও অর্থ যেন না ছোঁয়া হয়। না হলে, আদালত অবমাননার দায়ে পড়ে যেতে হতে পারে।
বোর্ড-লোঢা কমিশন লড়াইয়ের উত্তেজনার আঁচ অবশ্য নিউজিল্যান্ড শিবিরে পড়েনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে সিরিজ বাতিল করা নিয়ে ভারতীয় বোর্ড তাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। এখনও সিরিজে একটা টেস্ট আর পাঁচটা ওয়ান ডে হওয়া বাকি। উল্টে নিউজিল্যান্ড টিমকে তাদের দেশের বোর্ড ইনদওর টেস্টের জন্য প্রস্তুত হতে বলেছে। বুধবার কলকাতা থেকে ইনদওরে রওনা হওয়ার কথা কিউয়ি দলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy