সেই ক্রিকেটপ্রেমীর সঙ্গে কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।
গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়লেন ভক্ত। সোজা দৌড়লেন তাঁর নায়কের দিকে। শনিবার হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এমন ঘটনাই ঘটল।
পিঠে ‘ভিকে’ ও ‘১৮’ লেখা সেই ভক্তের নাম সুরজ বিস্ত। ‘ভিকে’ অর্থাত্ বিরাট কোহালি। তাঁর জার্সির নম্বর ১৮। পিঠে নায়কের নামের অদ্যক্ষর এবং জার্সি লিখে তিনি মাঠে ঢুকে তাঁর নায়ক, ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির পায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। তত ক্ষণে দৌড়ে এসেছেন নিরাপত্তাকর্মীরা। ভারত অধিনায়ক বিরাট কোহালি অবশ্য তাঁদের হাতে থেকে বাঁচালেন ভক্তকে।
ভক্তের কাঁধে হাত দিয়ে কথা বলতেও দেখা গেল তাঁকে। একইসঙ্গে নিরাপত্তাকর্মীদের তিনি বললেন, ভক্তের প্রতি কড়া ব্যবহার না করতে। কোহালির এই আচরণ মন জিতল সোশ্যাল মিডিয়ার। এই ঘটনার কিছু পরেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে জিতে নেয়।
আরও পড়ুন: দ্রুত ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন হওয়ার পথে কোহালি, কে বললেন জানেন?
আরও পড়ুন: স্বপ্নের বোলিং কম্বিনেশন, পেসারদের প্রশংসায় উচ্ছ্বসিত কোহালি
Can any player show such gestures to his fan???
— Jayesh (@jayeshvk16) November 16, 2019
Whatta moment for the fan! ❤❤❤
Dream for anyone, that Kohli putting his hand on ur shoulder and showing his love! 😍 pic.twitter.com/PdYCGT5xOO
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy