বিরাট কোহালি ও রবিচন্দ্রন অশ্বিন। ছবি: পিটিআই।
তাঁর টেস্ট জীবনের এটাই সেরা র্যাঙ্কিং। দেশের অধিনায়কত্ব হাতে নিয়ে দলকে সফলভাবে পরিচালনা করার সঙ্গেই নিজেকেও সেরা র্যাঙ্কিংয়ে নিয়ে গিয়েছেন বিরাট কোহালি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে বিরাটের রান ১৬৭ ও ৮১। মোট রান ২৪৮। যার ফলে ৯৭ পয়েন্ট পেয়ে চারে উঠে এলেন তিনি। বিরাটের রেটিং ৮২২। তাঁর জীবনের ৫০ টেস্টে এটাই প্রথম সেরা ১০এ ঢুকে পড়া। তৃতীয় টেস্টেও একই ফর্ম ধরে রাখলে শীর্ষস্থান দখলের খুব কাছে পৌঁছে যাবেন তিনি। টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেনস্টিভ স্মিথ। তাঁর রেটিং ৮৯৭। দ্বিতীয় জো রুটের রেটিং ৮৪৪, তৃতীয় কেন উইলিয়ামসন রয়েছেন ৮৩৮ রেটিংয়ে। সেরা দশে ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি রয়েছেন ন’য়ে।
বোলিংয়ে শীর্ষস্থান ধরেই রাখলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টে তিনি নিয়েছেন মোট আট উইকেট। সেরা ১০এ অশ্বিন ছাড়াও ভারতের রবিন্দ্র জাদেজাও রয়েছেন ছ’নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন রঙ্গনা হেরাথ, তৃতীয় ডেল স্টেইন , চতুর্থ জেমস অ্যান্ডরসন ও পঞ্চম স্টুয়ার্ট ব্রড।
আরও খবর
‘বোলারদের পিচে পাল্টা মারব বলে ঠিক করেছিলাম’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy