Advertisement
০৮ নভেম্বর ২০২৪
সচিন-এমএসডি নিয়ে সিনেমাগুলো দেখতে চাই

অনুষ্কা-প্রশ্নে পাল্টা বাউন্সার বিরাটের

বিরাট কোহালি বাইশ গজে যে অনায়াস ভঙ্গিতে বিষাক্ত গোলাগুলি মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন, মাঠের বাইরের বাউন্সারগুলোরও একই দক্ষতার সঙ্গে মোকাবিলা করছেন। স্থান মুম্বই। অনুষ্ঠান বিরাট কোহালি ফ্যান বক্সের প্রকাশ। চলছিল ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন। হঠাৎ করে উঠে এল অনুষ্কা শর্মা প্রসঙ্গ। মাসখানেক আগেও গুঞ্জন ছিল, বিরাট-অনুষ্কার সম্পর্ক ভেঙে গিয়েছে।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে বিরাট কোহালি। সোমবার। -পিটিআই

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে বিরাট কোহালি। সোমবার। -পিটিআই

মুম্বই
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০৫:২৮
Share: Save:

বিরাট কোহালি বাইশ গজে যে অনায়াস ভঙ্গিতে বিষাক্ত গোলাগুলি মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন, মাঠের বাইরের বাউন্সারগুলোরও একই দক্ষতার সঙ্গে মোকাবিলা করছেন।

স্থান মুম্বই। অনুষ্ঠান বিরাট কোহালি ফ্যান বক্সের প্রকাশ। চলছিল ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন। হঠাৎ করে উঠে এল অনুষ্কা শর্মা প্রসঙ্গ। মাসখানেক আগেও গুঞ্জন ছিল, বিরাট-অনুষ্কার সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু কয়েক সপ্তাহ আগে আবার দু’জনকে এক দিন দেখা যায় এক রেস্তোরাঁয়। তখন থেকেই বলা হচ্ছিল, আবার দু’জনের সম্পর্ক জোড়া লেগে গিয়েছে। সোমবার সরাসরি সেই প্রশ্নটাই এক মহিলা সাংবাদিক করে বসলেন কোহালিকে। ‘‘আচ্ছা, আপনার সঙ্গে তো এখন অনুষ্কার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে, তাই না?’’ প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে বিরাটের পাল্টা, ‘‘এই ব্যাপারটা জানার অধিকার আর কারও নেই। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’’ এর পরেই সেই সাংবাদিকের উদ্দেশে বিরাটের পাল্টা বাউন্সার, ‘‘আচ্ছা আপনার ব্যক্তিগত জীবনটা কেমন চলছে বলতে পারেন?’’

একই ভাবে কোহালি এড়িয়ে গিয়েছেন সলমন খানকে নিয়ে বিতর্ক। সলমন খান অলিম্পিক্সে ভারতের শুভেচ্ছা দূত হওয়ার পর তাঁকে ঘিরে নানা বিতর্ক হচ্ছে। মিলখা সিংহের মতো কিংবদন্তি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই নিয়ে আপনি কী বলেন? বিরাট শুধু বললেন, ‘‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ ব্যাপারটা নিয়ে আমি বিশেষ কিছু জানি না।’’

তবে খুব আগ্রহ নিয়ে মুখ খুলেছেন তিন কিংবদন্তিকে নিয়ে তৈরি তিনটে বায়োপিক নিয়ে। মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর এবং এমএস ধোনি। প্রশ্নটা উঠতেই কোহালি বলেন, ‘‘তিনটে সিনেমা দেখার জন্যই আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত, এমএসকে নিয়ে সিনেমাটা একটু অন্য রকম হবে। মিস্টার আজহারকে নিয়েও।’’

সচিনের সিনেমা প্রসঙ্গ উঠতে বিরাট বলেছেন, ‘‘সবাই জানে আমি ছোটবেলা থেকে কাকে আদর্শ করে বড় হয়েছি। কাকে দেখে আমি ক্রিকেটে এসেছি। সচিন তেন্ডুলকর সব সময় আমার আদর্শ থাকবেন। ওঁর জীবনের উপর সিনেমাটা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’’

তাঁর ক্রিকেট জীবনের শুরুতে বলা হত, ছেলেটা বড্ড উদ্ধত। এখন তিনি নিজের ক্রিকেটকে যতটা নিখুঁত করেছেন, নিজের ভাবমূর্তিটাকেও ততটা ঝকঝকে করেছেন। এবং এই প্রসঙ্গে বলছেন, ‘‘পরিশ্রম করেছি, সৎ থেকেছি। যাতে আমার সম্পর্কে লোকের কোনও ভূল ধারণা না হয়।’’

অন্য বিষয়গুলি:

Virat Kohli MS Dhoni Sachin Tendulkar IPL 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE