মহম্মদ কাইফ। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ভারতে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়। ধর্মের কাছাকাছি এই খেলাকে স্থান দিয়েছে মানুষ। তাই মাঠের বাইরে রাস্তা ঘাটে সর্বত্রই চলতে থাকে খেলা। সে রকমই একটি ভিডিয়ো সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। সেই ভিডিয়ো নিয়েই এখন আগ্রহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
২৭ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মা ও তাঁর বাচ্চা ছেলেকে। তাঁদের দু’জনের পোশাকই বেশ মলিন। তাঁরা দাঁড়িয়ে আছেন রাস্তায়। বাচ্চাটি সবুজ রঙের একটি প্লাস্টিকের ব্যাট নিয়ে প্রস্তুত। মা বাচ্চাটির দিকে ছুঁড়ে দিলেন প্লাস্টিকের বল। সেই বল গড়াতে গড়াতে আসতেই জোরে ব্যাট চালাচ্ছে বাচ্চাটি। সেই বল কুড়িয়ে এনে আবার বল ছুঁড়ছেন মা।
এই ভিডিয়ো আপলোড করে কাইফ লিখেছেন, ‘‘মাদার বোলিং, চাইল্ড ব্যাটিং। এক কথায় অসাধারণ।’’ ১৩ হাজারের বেশি লাইকের পাশাপাশি এই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় ৬৪ হাজার টুইটার ইউজার। দেখুন সেই ভিডিয়ো—
Mother bowling, Child batting.
— Mohammad Kaif (@MohammadKaif) January 13, 2020
Just one word- Beautiful pic.twitter.com/Es1PVkOwZz
আরও পড়ুন: ডার্বি ম্যাচের আগে স্বস্তির এক পয়েন্ট, পঞ্জাবে মোহনবাগানকে বাঁচালেন শ্যামনগরের শুভ
আরও পড়ুন: প্রশাসন চালানোর চেয়ে মাঠে নেমে খেলাটা অনেক বেশি কঠিন, বলছেন সৌরভ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy