রিংয়ে নামার অপেক্ষায় দুই যুযুধান। ছবি: পিটিআই।
এক জন পেশাদার বক্সিংয়ে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেননি। অল উইন রেকর্ডের সঙ্গে রয়েছে একটি অলিম্পিক ব্রোঞ্জও। অন্য জন আবার কেরিয়ারের বেশির ভাগ লড়াই জিতেছেন প্রতিদ্বন্দ্বীকে একেবারে নক আউট করে। এই দুই ‘হেভিওয়েট’এর লড়াই নিয়ে মধ্য ডিসেম্বরেও উত্তপ্ত শনিবাসরীয় নয়াদিল্লি। রাজধানীর ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতেই বিশ্ব বক্সিংয়ের এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছেন ভারতের পোস্টারবয় বিজেন্দ্র সিংহ এবং তানজানিয়ার ফ্রান্সিস চেকা।
শেষ বার দেশের মাটিতে বিজেন্দ্র লড়েছিলেন অস্ট্রেলিয়ার কেরি হোপের বিরুদ্ধে। প্রায় একপেশে সেই লড়াইয়ে হোপকে উড়িয়ে দেশের মাটিতে প্রথম জয় পেয়েছিলেন তিনি। পেয়েছিলেন চ্যাম্পিয়নশিপের শিরোপাও। কিন্তু এ বারের লড়াই যে বেশ কঠিন, তা মেনে নিচ্ছেন অনেক বিশেষজ্ঞই। কেরিয়ারে ৪৩টি লড়াইয়ে চেকা জিতেছেন ৩২টিতে। এর মধ্যে ১৭টি নকআউট। অন্য দিকে, গত বছর পেশাদার বক্সিংয়ে পা রেখে জিতেই চলেছেন ভারতীয় বক্সার। র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ১০ নম্বরে।
আরও পড়ুন: বিজেন্দ্র ফের নক-আউট সিংহ
বিজেন্দ্র অবশ্য প্রতিপক্ষকে নিয়ে ভাবছেনই না। বেজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ীর দাবি, “আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এই প্রথম কোনও অভিজ্ঞ বক্সারের মুখোমুখি হতে হবে। আমি ১০ রাউন্ডের লড়াই আশা করছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy