Advertisement
০২ নভেম্বর ২০২৪
Bangladesh Cricket

বাংলাদেশ দলে শাকিব ব্রাত্যই, বিদেশের মাটিতে সিরিজ়েও জায়গা হল না, কেন ছাঁটাই প্রাক্তন অধিনায়ক?

আইনি সমস্যায় দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি শাকিবের। এ বার বিদেশের মাটিতে এক দিনের সিরিজ়ের দলেও জায়গা হল না বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের।

picture of Shakib Al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:৪৮
Share: Save:

আইনি সমস্যার কারণে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে পারেননি শাকিব আল হাসান। প্রথম টেস্টের দলে তাঁকে রেখেও বাদ দিতে হয়েছিল বাংলাদেশের নির্বাচকদের। দুবাই থেকে আমেরিকায় ফিরে যেতে হয়েছিল শাকিবকেও। বিদেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলেও প্রাক্তন অধিনায়ককে রাখল না বাংলাদেশ।

আফগানিস্তান-বাংলাদেশ এক দিনের সিরিজ়ের ম্যাচগুলি হবে শারজায়। শাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেননি। শারজায় খেলতে তাঁর আইনি সমস্যাও নেই। তবু আফগানিস্তান সিরিজ়ের দলে জায়গা হল না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের।

শাকিবকে দলে না রাখার কারণ হিসাবে তাঁর ক্রিকেটের মধ্যে না থাকার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘‘শাকিব দেশের মাটিতে ওর বিদায়ী টেস্ট খেলতে পারেনি। অনেক দিন ম্যাচ বা অনুশীলনের মধ্যেও নেই। আবার ক্রিকেটে ফেরার জন্য ওর কিছুটা সময় প্রয়োজন।’’ দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন শাকিব। সেই সুযোগ তাঁকে করে দিতে পারেনি বিসিবি বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিসিবি সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর টেস্ট খেলতে না পারায় মানসিক ধাক্কা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শেষ খেলেছেন তিনি।

শাকিবকে দলে না রাখলেও নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক করে সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের দল নির্বাচনেও থাকতে চাননি। তাঁকে বুঝিয়ে আপাতত নেতৃত্ব দিতে রাজি করিয়েছেন বিসিবি কর্তারা। সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে। দলে ফেরানো হয়েছে বাঁহাতি ব্যাটার জ়াকির হাসান এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। অসুস্থতার জন্য দলে রাখা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে। উল্লেখ্য, আফগানিস্তান-বাংলাদেশ তিনটি এক দিনের ম্যাচ হবে ৬, ৯ এবং ১১ নভেম্বর।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজ়িদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকের আলি অনীক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE