ইতিহাস গড়লেন পৃথ্বী। ছবি টুইটার
মাত্র ১৫২ বলে অপরাজিত ২২৭ রান। বিজয় হজারে ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন পৃথ্বী শ। ভাঙলেন সঞ্জু স্যামসনের অপরাজিত ২১২ রানের রেকর্ড। একদিনের ক্রিকেটে এটিই পৃথ্বীর প্রথম দ্বিশতরান। পুদুচেরির বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে এই ইনিংস খেলেন তিনি। ২০০ রানে পৌঁছন ১৪২ বলে। পৃথ্বীর ইনিংসে ৩২টি চার, ৫টি ছয় রয়েছে।
বিজয় হজারে ট্রফিতে এটি চতুর্থ দ্বিশতরান। ঘরোয়া ও আন্তর্জাতিক একদিনের ম্যাচ মিলিয়ে অষ্টম ভারতীয় হিসেবে দ্বিশতরান করলেন পৃথ্বী। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস আলি ব্রাউনের ২৬৮। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে ২০০২ সালে গ্ল্যামারগনের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন ইংরেজ ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এই ম্যাচেই প্রথম মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন পৃথ্বী। এবারের প্রতিযোগিতায় এটি পৃথ্বীর দ্বিতীয় শতরান। এর আগে দিল্লির বিরুদ্ধে অপরাজিত ১০৫ রান করেছিলেন তিনি।
পৃথ্বীর ইনিংসে ভর করে মুম্বই ৫০ ওভারে ৪ উইকেটে ৪৫৭ রানের বিশাল রান খাড়া করে। জবাবে পুদুচেরি ৩৮.১ ওভারে ২২৪ রানে শেষ হয়ে যায়। টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় পুদুচেরি। সেটাই তাদের কাছে বুমেরাং হয়ে যায়। পৃথ্বী এবং সূর্যকুমার যাদব শেষ করে দেন পুদুচেরির বোলিং আক্রমণকে। সূর্য ৫৮ বলে ১৩৩ রান করেন। তাঁর ইনিংসে ২২টি চার, ৪টি ছয় রয়েছে। তৃতীয় উইকেটে দুজনে ২০১ রান যোগ করেন। এর আগে আদিত্য তারেকে নিয়ে পৃথ্বী দ্বিতীয় উইকেটে ১৫৩ রান যোগ করেন। তারে ৬৪ বলে ৫৬ রান করেন।
রান তাড়া করতে নেমে পুদুচেরি নিয়মিত উইকেট হারাতে থাকে। কখনোই মনে হয়নি তারা জিততে পারে। মুম্বইয়ের হয়ে প্রশান্ত সোলাঙ্কি ৫ উইকেট নেন। এছাড়া শার্দূল ঠাকুর ও তুষার দেশপাণ্ডে ২টি করে উইকেট নেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy