আরও দু’বছরের জন্য আল নাসেরের চুক্তিতে সই করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছরের পর্তুগিজ ফুটবলারের চুক্তি শেষ হচ্ছে এই মরসুম শেষে। নতুন চুক্তি অনুযায়ী রোনাল্ডো বছরে ২০০ মিলিয়ন ইউরোরও (প্রায় ১৭৮৫ কোটি টাকা) বেশি অর্থ পেতে পারেন।
আল নাসেরের সঙ্গে এখন বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর চুক্তি রয়েছে রোনাল্ডোর। সেই সঙ্গে আরও ৬০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৩৬ কোটি টাকা) পান ছবির স্বত্বের জন্য। নতুন চুক্তিতে রোনাল্ডো প্রতি সপ্তাহে প্রায় ৩৪ কোটি টাকা পেতে পারেন। প্রতি দিন তাঁর আয় হতে পারে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বয়সের সঙ্গে বাড়ছে রোনাল্ডোর আয়। বাড়ছে গোল সংখ্যাও।
সৌদি প্রো লিগে আল নাসের গত মরসুমে দ্বিতীয় স্থানে শেষ করেছিল। এখন তারা তৃতীয় স্থানে রয়েছে। দু’বছরের জন্য চুক্তি করলে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সময় তিনি আরবের ক্লাবেই থাকবেন। যদিও সেই বিশ্বকাপে রোনাল্ডো খেলবেন কি না তা এখনই বলা সম্ভব নয়। তবে তাঁর সতীর্থ ব্রুনো ফার্নান্দেস মনে করেন আরও একটি বিশ্বকাপ রোনাল্ডো খেলবেন।
আরও পড়ুন:
অন্য দিকে, ম্যাঞ্চেস্টার সিটি ন’বছরের জন্য চুক্তি করেছে আর্লিং হালান্ডের সঙ্গে। অর্থাৎ, ২০৩৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের ক্লাবেই খেলবেন তিনি। তবে হালান্ডের সঙ্গে কত টাকার চুক্তি করা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।