ছবি: টুইটার
জমে উঠেছে বিগব্যাশ ক্রিকেট লিগ। নিত্যনতুন ঘটনায় টি-টোয়েন্টি ক্রিকেটের বিনোদন চলছেই। এ বার আবার বিগব্যাশ লিগ চর্চায় এল একটি রান আউটের জন্য। মেলবোর্ন রেনেগেডস আর সিডনি থান্ডার্সের মধ্যে খেলায় ঘটে এই রান আউটের ঘটনাটি, যা নিয়ে চর্চা এখন ক্রিকেট দুনিয়ায়।
রেনেগেডস ও থান্ডার্সের মধ্যে ম্যাচে ব্যাটিং করছিলেন থান্ডার্সের জোনাথন কুক ও গুরিন্দর সান্ধু। বোলিং করছিলেন রেনেগেডস-এর গার্নি। সে সময়েই গার্নির বোলিংয়ে সান্ধুর একটি শট ঠিকঠাক ব্যাটে-বলে না হওয়ায় দৌড়ে রান নিতে যান তিনি। কিন্তু রান নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন না কুক। তাই খানিকটা ইতস্তত করার করে দৌড় শুরু করেন দুই ব্যাটসম্যানই।
কিন্তু দুই ব্যাটসম্যানই যখন পিচের মাঝখানে, তখন বল ধরবার জন্য বোলার গার্নিও পৌঁছে যান সেখানে। বল যত ক্ষণে বোলারের হাতে, তখন ওদিকে মুখোমুখি ধাক্কা লেগে পিচের মধ্যে পড়ে গিয়েছেন দুই ব্যাটসম্যান। এক জন রান আউট হবেন বুঝেই আর রান নেওয়ার জন্য হুড়োহুড়ি করেননি দুই ব্যাটসম্যান। পিচের মাঝে বসে তখন হাসছেন বোলার। হাসতে হাসতেই মাটিতে বসে তিনি বল ছুঁড়ে দেন উইকেট কিপার হার্পারের দিকে। রান আউট হন কুক।
There is a LOT going on in this bizarre run-out! 😲 #BBL08 pic.twitter.com/8vkEmWsx5l
— cricket.com.au (@cricketcomau) January 30, 2019
ম্যাচেও মুখ থুবড়ে পড়ে থান্ডার্স। রেনেগেডস-এর ১৪০ রানের জবাবে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় থান্ডার্সের ইনিংস।
আরও পড়ুন: ওয়ান ডে-তে ভারতের সর্বনিম্ন স্কোরের রেকর্ডে ঢুকে পড়ল হ্যামিল্টনের ৯২
আরও পড়ুন: বোল্ট-বিদ্যুতে ঝলসে ৯২ রানে শেষ ভারত, ৮ উইকেটে জিতল কিউয়িরা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy