ক্রিশ্চিয়ান এরিকসেন ফাইল চিত্র
শেষ পর্যন্ত পেসমেকার বসাতে হচ্ছে ক্রিশ্চিয়ান এরিকসেনের হৃদযন্ত্রে। ফিনল্যান্ডের বিরুদ্ধে গত শনিবার ইউরোর ম্যাচে ডেনমার্কের এই ফুটবলার হঠাৎই মাঠে জ্ঞান হারান। ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক পেসমেকার বসানোর কথা জানিয়েছেন।
ইমপ্লানটেবল কার্ডিয়োভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) নামে এই বৈদ্যুতিন যন্ত্রটি এক বিশেষ ধরণের পেসমেকার। হৃদস্পন্দনের মাত্রা হঠাৎ কমে গেলে যাতে কেউ হৃদরোগে আক্রান্ত না হন, তার জন্য আইসিডি বসানো হয়।
ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক মর্টেন বোসেন এক বিবৃতিতে বলেন, ‘হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা করার পর ঠিক হয়েছে এরিকসেনের জন্য আইসিডি প্রয়োজন। হৃদস্পন্দনের মাত্রা অস্বাভাবিক হওয়ার জন্য হৃদরোগে আক্রান্ত হলে আইসিডি লাগে। দেশি, বিদেশি একাধিক ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে। সবাই আইসিডি বসানোর কথা বলেছেন। এরিকসনও এতে মত দিয়েছে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy