৯৫ মিনিটের মাথায় লিংগার্ডের পাস থেকে গোল করেন রোনাল্ডো। ছবি: টুইটার থেকে
৯৫ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল। তাতেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। অন্য ম্যাচে জুভেন্টাসের বিরুদ্ধে হেরে গিয়েছে চেলসি এবং বিরাট ব্যবধানে হার বার্সেলোনার।
ম্যাঞ্চেস্টারের ম্যাচে প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে বেশি ক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। অ্যালেক্স টেলেসের গোলে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার। সবাই যখন ভাবছেন প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র করতে চলেছেন রোনাল্ডোরা, সেই সময় পরিত্রাতা হলেন সিআর৭।
৯৫ মিনিটের মাথায় লিংগার্ডের পাস থেকে গোল করেন রোনাল্ডো। তাতেই জয় পেল ম্যাঞ্চেস্টার। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে তারা।
অন্য দিকে হেরে গেল বার্সেলোনা। বেনফিকার বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গেল মেসির প্রাক্তন দল। লাল কার্ড দেখলেন গার্সিয়া। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও কোনও পয়েন্ট পায়নি বার্সেলোনা। গ্রুপে সবার শেষে রয়েছে তারা।
বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান বলেন, “এই বার্সেলোনার সঙ্গে পুরনো দলের তুলনা করা যাবে না। এটা জলের মতো স্পষ্ট। আমি আমার কথা বলতে পারি। ফুটবলাররা আমার সঙ্গে আছে। বেনফিকা বেশ শক্তিশালী দল। তবে আমাদের রক্ষণ আরও ভাল করতে হবে।”
Full Time. #BenficaBarça pic.twitter.com/8txUu6xc5D
— FC Barcelona (@FCBarcelona) September 29, 2021
গত বারের চ্যাম্পিয়ন চেলসি হেরে যায় জুভেন্টাসের কাছে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ১০ সেকেন্ডের মাথায় গোল করেন ফেডেরিকো চিয়েসা। ওই গোলেই হেরে যায় চেলসি। দলের কোচ বলেন, “দল খুব ক্লান্ত মনে হল। মানসিক ভাবেও ধীর গতিতে চলছিলাম আমরা। খুব অবাক লাগল আমার। এই পর্যায়ের ফুটবলে এমন সহজ গোল হজম করা মেনে নেওয়া যায় না।”
It ends in defeat in Turin. #JUVCHE pic.twitter.com/WHYXBdznT8
— Chelsea FC (@ChelseaFC) September 29, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy