Advertisement
০২ নভেম্বর ২০২৪

যুব বিশ্বকাপ ফাইনালে ব্যাটে ভরাডুবি হারিয়ে দিল ভারতকে

মায়াঙ্ক দাগারের অসাধারণ বোলিং জেতাতে পারল না ভারতকে। যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার্স হয়েই থামতে হল রাহুল দ্রাবিরের দলকে। তিন বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে যেভাবে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছিল ভারতকে ঠিক ততটাই লড়াই করলেন বোলাররা।

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৫
Share: Save:

মায়াঙ্ক দাগারের অসাধারণ বোলিং জেতাতে পারল না ভারতকে। যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার্স হয়েই থামতে হল রাহুল দ্রাবিরের দলকে। তিন বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে যেভাবে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গিয়েছিল ভারতকে ঠিক ততটাই লড়াই করলেন বোলাররা। যার ফলে লড়াই করার মতো রান না করেও শেষ পর্যন্ত লড়ে গেল ভারতীয় দল। যেভাবে বেগ পেতে হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের ঠিক ততটাই বেগ পেতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকেও। কিন্তু শেষ হাসি হেসে গেল ক্যারিবিয়ানরাই। মোক্ষম সময়ে সরফরাজ খান ক্যাচ মিস না করলে জয়ের হাসিও হাসতে পারতেন ইশান কিষানরা। কিন্তু তেমনটা হল না। অতীতের পথ হেঁটে বিশ্বকাপ ট্রফি জেতা হল না। ১৯৮৩ সালের বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত। কিন্তু ২০১৬র যুব বিশ্বকাপে সিনিয়রদের পথে হাঁটা হল না ইশান কিষানদের। সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরে যেতে হল ভারতকে। তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে জিতে ছোটদের ক্রিকেট বিশ্বে এখন সেরা তাঁরাই।

• যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

• ৭ বলে ৪ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। হাতে রয়েছে ৫ উইকেট।

• ক্যাচ মিস সরফরাজ খানের।

• ৪৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১৩২/৫।

• ১৮ বলে ১৪ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। হাতে রয়েছে ৫ উইকেট।

• ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ৩৬ বলে ২৮ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• মায়াঙ্ক দাগারের বলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত। লড়াই চলছে সমানে সমানে।

• ৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০২/৫।

• ১০০ রান ওয়েস্ট ইন্ডিজের। ৩৭.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে এই রান ক্যারিবিয়ানদের।

• ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৫/৫।

• উল্টোদিকে রয়েছেন কেমো পল। তাঁর রান ১০।

• ৩৩ রানে ক্রিজে রয়েছেন কার্টি। এটাই এখনও পর্যন্ত সর্বো্চ্চ রান ওয়েস্ট ইন্ডিজের।

• ২৯ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৭৭/৫।

• দাগারের বলে দাগারকেই ক্যাচ দিয়ে ফিরলেন গুলি। তাঁর রান মাত্র ৩।

• পঞ্চম উইকেট ওয়েস্ট ইন্ডিজের।

• ২৭ ওভারে ওয়েস্ট িন্ডিজ ৭২/৪।

• সামার স্প্রিঙ্গারও শিকার হলেন দাগার ও জাফরের। দাগারের বলে ক্যাচ নিলেন জাফর।

• চতুর্থ উইকেট ওয়েস্ট ইন্ডিজের।

• ২৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬৭/৩।

• দাগারের বলে সিমরনের ক্যাচ নিলেন আরমান জাফর। ২৩ রান করে আউট হলে তিনি।

• তৃতীয় উইকেট ওয়েস্ট ইন্ডিজের।

• ২১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬০/২।

• ১৯ রানে সিমরন ও ১৬ রানে কার্টি এই মুহূর্তে রয়েছেন ক্রিজে।

• ৫০ রান ওয়েস্ট ইন্ডিজের।

• ১৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৬/২।

• ১৩ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৩৬/২।

• ১০ রানে সিমরন ও ১ রানে ব্যাট করছেন কার্টি।

• ১০.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩০/২।

• ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২৮/২।

• খলিল আহমেদের বলে ইমলাচের ক্যাচ নিলেন লোমোর। ১৫ রান করেন তিনি।

• দ্বিতীয় উইকেট ওয়েস্ট ইন্ডিজের।

• জিততে হলে দ্রুত উইকেট চাই ভারতের। আটকাতে হবে রানও।

• ৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৮/১।

• ৩ ওভারের শেষ ওয়েস্ট ইন্ডিজ ৫/১।

• আবেশ খানের বলে আহমেদকে ক্যাচ দিয়ে আউট পোপে। তিন রান করলেন তিনি।

• ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট পতন।

প্রথম ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২।

• ভারতের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছেন আবেশ খান।

• এখনও খাতা খুলতে পারেননি পোপে ও ইমলাচ।

• ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরু।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৪৫ রানে অল আউট ভারত। যুব বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বলের সামনে দাঁড়াতেই পারলেন না ইশান, ঋষভরা। শুরু করলেন জোসেফ শেষ করলেন পল, জনরা। প্রথম চার ব্যাটসম্যান ১০ রানের গণ্ডিও পেড়তে পারলেন না। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন সরফরাজ খান। তাঁর ব্যাট থেকেই এল সর্বোচ্চ ৫১ রান। এছাড়া দু’অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হলেন লোমর। তাঁর ব্যাট থেকে এল ১৯। ও বথাম করেন ২১ রান। বাকি ব্যাটসম্যানদের রান অনেকটা এরকম। ১,৪,৩,৭,৫,৮,১। ২ রান করে অপরাজিত থাকলেন খলিল আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিলেন জোসেফ ও জন। দু’টি উইকেট পলের। একটি করে উইকেট হোল্ডার ও স্প্রিঙ্গারের। ভারতের বোলিং ক্লিক না করলে এই রান খুব সহজেই তুলে নেবে ক্যারিবিয়ানরা।

• ৪৫.১ ওভারে ভারতের ইনিংস শেষ হল ১৪৫ রানে।

• ভারতের শেষ উইকেট আবেশ খান আউট হলেন ১ রানে।

• অল আউট ভারত।

• ৪৪.৪ ওভারের শেষে ভারত ১৪৪/৯।

• এই মুহূর্তে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন বথাম ও খলিল আহমেদ।

• ৪১ ওভারে ভারত ১২৯/৯।

• ৪০ ওভারে ভারত ১২৩/৯।

• আউট আবেশ খান। মাত্র একরান করে পলের বলে জনকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

• ৩৮.৩ ওভারে ভারত ১২১/৮। ক্রিজে রয়েছেন বথাম ও আবেশ খান।

• ৫১ রানে এলবিডব্লু সরফরাজ খান।

• অষ্টম উইকেট ভারতের।

• ৩৬.২ ওভারে ভারত ১১৬/৭।

• একা লড়ে চলেছেন সরফরাজ।

• মায়াঙ্ক দাগার আউট। মাত্র ৮ রান করে জনের বলে কার্টিকে ক্যাচ দিয়ে ফিরলেন মায়াঙ্ক।

• ৩৫.৩ ওভারে ভারত ১১৫/৬।

• ৮৩ বলে ৫০ রান করে দলের অসময়ে নিজেকে প্রমাণ করলেন সরফরাজ।

• সরফরাজের হাফ সেঞ্চুরি।

• সরফরাজ খানের ব্যাট থেকে এল ভারতের প্রথম ওভার বাউন্ডারি।

• ৭৪ বলে ৩৯ রান করে এখনও ক্রিজে টিকে রয়েছেন ৩৯। আর এক ব্যাটসম্যান দাগারের রান ৭।

• ৩৩.৩ ওভারে ভারত ১০৪/৬।

• ১০০ রান ভারতের।

• ৩২ ওভারে ভারত ৯৬/৬।

• ২৯ ওভারে ভারত ৮৭/৬।

• হোল্ডারের বলে ইমলাচকে ক্যাচ তুলে ৪৩ বলে মাত্র ১৯ রান করে আউট মাহিপাল লোমরোর।

• আবার আউট। ষষ্ঠ উইকেট ভারতের।

• পুরো টুর্নামেন্টে যে ভারতকে খেলতে দেখা গিয়েছিল ফাইনালে সেই ভারতীয় ব্যাটিংকে এখনও খুঁজে পাওয়া যায়নি। আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের রান যথাক্রমে ১,৪,৩,৭ ও ৫।

• ২৯ ওভারে ভারত ৮৭/৫।

• ৫৪ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছে সরফরাজ খান। ৩৪ বলে ১৫ রান করে রয়েছেন লোমোর।

• ২৬ ওভারে ভারত ৮৩/৫।

• ২৩ ওভারে ভারত ৭০/৫।

• ২১ ওভার ভারত ৬৩/৫।

• সরফরাজ খানের সঙ্গে ব্যাট করতে ক্রিজে এলেন মাহিপাল লোমোর।

• ১৯ ওভারে ভারত ৫৬/৫।

• স্প্রিঙ্গারের বলে আরমানের ক্যাচ নিলেন পল। ফিল্ড আম্পায়ারদের সংশয় থাকলেও তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেন আরমানের আউট।

• প্যাভেলিয়নে ফিরলেন আরমান জাফর। ৬ বলে করলেন ৫ রান।

• ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে সমস্যায় ভারত।

• ১৫ ওভারে ভারত ৪১/৪।

• জনের বলে জোসেফকে ক্যাচ তুলে দিলেন সুন্দর।

• ৪১ বল খেলে মাত্র ৭ রান করে আউট হলেন ওয়াশিংটন সুন্দর।

• চতুর্থ উইকেট ভারতের।

• ১২ রানে ব্যাট করছেন সরফরাজ খান ও ৬ রানে ওয়াশিংটন।

• ১৩ ওভার ভারত ৪০/৩।

• ১১ ওভার ভারত ৩৫/৩।

• ৯ ওভার ভারত ৩২/৩।

• প্রথম বাউন্ডারি এল ভারতের ব্যাট থেকে।

• ৭ বল খেলা হয়ে গেলেও এখনও খাতা খোলেননি সরফরাজ খান।

• ২২ বলে ৬ রান করে ব্যাট করছেন ওয়াশিংয়ন সুন্দর।

• ৮ ওভার ভারত ২৭/৩।

•জোসেফের বোলিংয়ের সামনে রীতিমতো সমস্যায় ভারতের ব্যাটসম্যানরা।

• এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে ধরে ব্যাট করার আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না।

• ৬.১ ওভারে ভারত ২৭/৩।

• সেই জোসেফের বলেই এলবিডব্লু হয়ে ফিরলেন ভারত অধিনায়ক।

• ইশান কিষান আউট। ১০ বল খেলে করলেন মাত্র ৪ রান।

• ৫ ওভার ভারত ২৪/২।

• ৪ ওভার ভারত ১৮/২।

• ১ রানে ব্যাট করছেন অধিনায়ক ইশান ও ৪ রানে ওয়াশিংটন।

• শুরুতেই ২ উইকেট হারিয়ে সমস্যায় ভারত।

• ৩ ওভারে ভারত ১২/২।

• ২ ওভারে ২ উইকেট জোসেফের।

• ভরসা দিতে পারলেন না আনমোলপ্রীতও। জোসেফের বলে তেভিন ইমলাছকে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন তিনি।

• আবার আউট।

• ২ ওভারের শেষে ভারত ৭/১।

• ঋষভের জায়গায় ক্রিজে এলেন আনমোলপ্রীত।

• চার বলে ভারত ৩/১।

• জোসেফের বলে স্ট্যাম্প আউট হলেন ঋষভ পন্থ।

• বড় ধাক্কা ভারতীয় ব্যাটিংয়ে। মাত্র একরান করে আউট দলের সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যান ঋষভ পন্থ।

• বল করছেন আলজারি জোসেফ।

• ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন ইশান কিষান ও ঋষভ পন্থ।

• খেলা শুরু।

যুব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। পুরো টুর্নামেন্টের পারফর্মেন্সের বিচারে মানসিকভাবে যতটা এগিয়ে ভারতীয় দল ঠিক ততটাই লড়াইয়ের জন্য প্রস্তুত ক্যারিবিয়ানরাও। বিশ্বকাপ জয়ের জন্য যতটা মুখিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ঠিক ততটাই জয়ের ব্যাপারে নিশ্চিত ইশান, ঋষভরা। রবিবার ঢাকায় যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় দল: ইশান কিষান, ঋষভ পন্থ, আনমোলপ্রীত সিংহ, সরফরাজ খান, আরমান জাফর, ওয়াশিংটন সুন্দর, মাহিপাল লোমোর, মায়াঙ্ক দাগার, রাহুল বথাম, আবেশ খান, খলিল আহমেদ।

আরও খবর

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে তৈরি টিম ইন্ডিয়া

অন্য বিষয়গুলি:

india westindies u19 final
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE