গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেল স্টেন। ছবি টুইটার থেকে নেওয়া।
যাঁদের বল করেছেন, তাঁদের মধ্যে সেরা ব্যাটসম্যানদের বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসার ডেল স্টেন। সেই তালিকায় আছেন দু’জন ভারতীয়— সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়।
টুইটারে প্রশ্নোত্তর পর্বে এক ক্রিকেটপ্রেমী এটাই জানতে চেয়েছিলেন প্রোটিয়া পেসারের কাছ থেকে। জবাবে ডেল স্টেন লেখেন, “পন্টিং ছিল সুপ্রিম, সচিন ছিল দেওয়াল। দ্রাবিড়, গেল, কেপি প্রত্যেকেই ছিল দুর্দান্ত।” রিকি পিন্টিংয়ের নাম প্রথমে লিখেছেন স্টেন। তার পর লিখেছেন সচিনের নাম। রাহুল দ্রাবিড়, ক্রিস গেল, কেভিন পিটারসেনের নাম এসেছে তার পর।
আরও পড়ুন: কোনও ভাবেই আর জাতীয় দলে ফেরা সম্ভব নয় ধোনির, মত গৌতম গম্ভীরের
আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!
Faaak bud they all good ey! Ponting was prime, Sachin was a wall, Dravid, Gayle, KP, they were all so good! https://t.co/oJbOitUDd0
— Dale Steyn (@DaleSteyn62) April 12, 2020
এই প্রশ্নোত্তর সেশনেই কোন বোলারের বোলিং অ্যাকশন নিখুঁত, তা জানতে চাওয়া হয় স্টেনের কাছে। তিনি জবাবে কাগিসো রাবাদার অ্যাকশনকে ‘গতির পক্ষে মসৃণতম ও সহজতম’ বলে চিহ্নিত করেন। ফেভারিট বোলারের তালিকায় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকেও রেখেছেন স্টেন।
KG has probably the smoothest easiest action to generate pace. Pat C is also a close favorite https://t.co/AKicUW65nv
— Dale Steyn (@DaleSteyn62) April 12, 2020
গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেন। কেরিয়ার দীর্ঘ করতে চান বলেই এই সিদ্ধান্ত, বলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে এক দিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েও দিয়েছেন। ৯৩ টেস্টে তিনি নিয়েছেন ৪৩৯ উইকেট। গড় ২২.৯৫। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনিই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy