চোট পেয়েও খেললেন নার্ভায়েজ। ফাইল ছবি
টোকিয়ো অলিম্পিক্সে নিজের ইভেন্ট চলাকালীন পুরুষাঙ্গে গুরুতর চোট পেলেন পেরুর স্কেটবোর্ডার অ্যাঞ্জেলো কার্লো নার্ভায়েজ। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। তবে সাময়িক বিরতি নিয়েই নিজের ইভেন্টে নেমে পড়লেন তিনি। সপ্তম স্থানে শেষ করে ফাইনালেও উঠে গেলেন।
তাঁর চোটের ভিডিয়ো ভাইরাল হয়েছে অন্য কারণে। অনেক পুরুষ স্কেটবোর্ডারই জানিয়েছেন, চোটের কারণে যে ব্যথা নার্ভায়েজ পেয়েছেন তার সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন তাঁরা। কারণ প্রতিযোগিতা হোক বা অনুশীলন, কোনও না কোনও সময়েই এ ধরনের চোট তাঁরাও পেয়েছেন।
ভিডিয়োতে একটি রেলিং দিয়ে স্কেট নিয়ে নামতে দেখা গিয়েছে নার্ভায়েজকে। কিন্তু স্কেট মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই অন্যদিকে ঘুরে যায়। টাল সামলাতে পারেননি নার্ভায়েজ। পড়ে যান এবং তাঁর পুরুষাঙ্গ সজোরে গিয়ে লাগে সামনে থাকা একটি রেলিংয়ে।
This clip does NOT do justice the just absolutely cartoonish sound effect that occured when he slammed there lol pic.twitter.com/B768T9xcrJ
— Joel Nixon (@GoodMorningJoel) July 25, 2021
ভিডিয়ো দেখেই বোঝা গিয়েছে ওই দুর্ঘটনা থেকে কতটা ব্যথা পেয়েছেন পেরুর খেলোয়াড়। কিন্তু দমে যাননি তিনি। কিছুক্ষণ সামলে নিয়েই নিজের ইভেন্ট শেষ করতে উদ্যোগী হয়ে পড়েন। শেষ পর্যন্ত ফাইনালেও উঠে যান।
এ বারই প্রথম অলিম্পিক্সে দেখা যাচ্ছে স্কেটবোর্ডিং। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এই ধরনের নতুন খেলাকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করেছেন সংস্থার কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy