কড়া ধাতের কোচ বলেই পরিচিত তিনি। কিন্তু দলের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হলে তিনিই বা নিজেকে আটকে রাখবেন কী করে? সেটা করার চেষ্টাও করলেন না চন্দ্রকান্ত পণ্ডিত ওরফে চন্দু স্যর। শুক্রবার কেকেআর ক্রিকেটারদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন তিনি।
দলের বেশির ভাগ ক্রিকেটারই এসে গিয়েছেন। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। তবে শুক্রবার দোলযাত্রা উপলক্ষে কেকেআরের অনুশীলন ছিল না। দুপুরে হোটেলেই রঙের উৎসবে মাতলেন ক্রিকেটারেরা। অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু এবং অঙ্গকৃশ রঘুবংশীকে রং খেলতে দেখা গিয়েছে। কোচ চন্দ্রকান্তের সঙ্গে ছিলেন স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। সমর্থকদের সঙ্গে রং খেলেছেন ক্রিকেটারেরা।
সেখানে চন্দ্রকান্তকে অন্য মেজাজে দেখা গিয়েছে। রিঙ্কুকে পিছন থেকে গিয়ে আবির মাখিয়ে দেন তিনি। বন্দুকের ধাঁচে তৈরি পিচকিরি নিয়ে রংজল ছেটাতে দেখা যায় রাহানেকে। সব মিলিয়ে বেশ খুশির পরিবেশ দেখা গিয়েছে শিবিরে। ক্রিকেটারদের মধ্যে ঐক্যও দেখা গিয়েছে রঙের উৎসব উদ্যাপনের মাধ্যমে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কেকেআর অধিনায়ক হওয়ার প্রসঙ্গে রাহানে বলেছিলেন, “ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকে শুনেছিলাম যে আমাকে কেকেআর অধিনায়ক করতে পারে। সেই সময় লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়া। তবে এমন একটা দলের অধিনায়ক হতে পেরে দারুণ লাগছে। দলটার একটা ঐতিহ্য আছে। অনেক বড় ক্রিকেটার এই দলের হয়ে খেলে গিয়েছে। সেই দলের অধিনায়ক হতে পারা খুবই গর্বের। দল হিসাবে নিজেদের সেরাটা দিতে চাই।”
টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত ওপেন করতে দেখা যায় রাহানেকে। কেকেআরের হয়ে এ বারে তিনি ওপেন করবেন কি না তা যদিও স্পষ্ট করে জানাননি। রাহানে বলেন, “আইপিএল শুরু হতে এখনও আট দিন বাকি। কে কোথায় ব্যাট করবে, তা এখনও ঠিক হয়নি। আগামী দিনে কোচ, মেন্টরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।”