ব্যাটে, বলে সৌম্য সরকারের পারফরমান্সের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবোয়ে। ছবি: টুইটার থেকে
টি২০ বিশ্বকাপের আগে ছন্দে বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে নিল তারা। ব্যাটে, বলে সৌম্য সরকারের পারফরমান্সের সামনে দাঁড়াতেই পারল না জিম্বাবোয়ে। একদিনের সিরিজের পর টি২০ সিরিজেও হার তাদের।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। বাংলাদেশের বোলারদের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন ওয়েসলি মেধেভেরে, রেগিস চাকাভারা। ২০ ওভারে ১৯৩ রান করেন তাঁরা। তবে তিন ওভার বল করে ২ উইকেট নেন সৌম্য।
বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ঝড় তোলেন সৌম্য। ৪৯ বলে ৬৮ রান করে বাংলাদেশের ইনিংসের শুরুটা দারুণ করেছিলেন তিনি। সেটাই এগিয়ে নিয়ে গেলেন শাকিব আল হাসান, মাহমুদুল্লাহরা। ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
Shamim Hossain keeps his cool; scores a fantastic 15-ball 31* to help Bangladesh win the third T20I by five wickets 🔥
— ICC (@ICC) July 25, 2021
They take the series 2-1 🎉#ZIMvBAN | https://t.co/IDnVhHbcZK pic.twitter.com/o92IjZ422s
এ বার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন শাকিবরা। সেই সিরিজে তাঁদের পারফরমান্স বুঝিয়ে দেবে টি২০ বিশ্বকাপের আগে কতটা প্রস্তুত তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy